Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sidharth Sukla: ব়্যাপার হতে চাইতেন সিদ্ধার্থ, জন্মদিনে মুক্তি পাচ্ছে তাঁর অপ্রকাশিত ব়্যাপ

১২ ডিসেম্বর সিদ্ধার্থের জন্মদিন। এই প্রথম তাঁকে ছাড়াই অভিনেতার জন্মদিন পালন করবে পরিবার। সেদিনই প্রকাশিত হবে সিদ্ধার্থের ব়্যাপটি।

Sidharth Sukla:  ব়্যাপার হতে চাইতেন সিদ্ধার্থ, জন্মদিনে মুক্তি পাচ্ছে তাঁর অপ্রকাশিত ব়্যাপ
সিদ্ধার্থ শুক্লা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2021 | 8:44 AM

সিদ্ধার্থ শুক্লার অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছিল গোটা বিশ্ব। এখনও সেই শোক ভুলতে পারেনি কেউ। অভিনেতার চলে যাওয়া আজও মানতে পারেন না অনেকেই। গত সেপ্টেম্বরে হঠাৎই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় সিদ্ধার্থের। বৃদ্ধা মা, প্রেমিকা শেহনাজ় গিল, প্রিয়জন, আত্মীয়স্বজন ও অগুনতি ভক্তকে একা করে রেখে গিয়েছেন অভিনেতা। সামনেই তাঁর জন্মদিন। সেদিন প্রকাশ পাবে অভিনেতার এক নতুন পরিচিতি।

সিদ্ধার্থের পরিবার সূত্রে জানা গিয়েছে, ব়্যাপার হতে চাইতেন সিদ্ধার্থ। একটি ব়্যাপ গান নাকি গেয়েওছিলেন। ১২ ডিসেম্বর সিদ্ধার্থের জন্মদিন। এই প্রথম তাঁকে ছাড়াই অভিনেতার জন্মদিন পালন করবে পরিবার। সেদিনই প্রকাশিত হবে সিদ্ধার্থের ব়্যাপটি।

পরিবার সূত্রেই জানা গিয়েছে, এবছরের গ্রীষ্মে একটি ব়্যাপ সং রেকর্ড করেছিলেন সিদ্ধার্থ। পরীক্ষা করে দেখছিলেন মাত্র, তিনি গাইতে পারেন কিনা। সেই রেকর্ডিং যত্ন করে রেখে দিয়েছেন সিদ্ধার্থের প্রিয়জনেরা। ঠিক করেছেন সিডের জন্মদিনেই রিলিজ় করবেন। শোনা যায়, শেহনাজ়ের ভাই শহবাজ় নাকি ব়্যাপের লিরিক্স লিখেছেন।

ব়্যাপটি নাকি প্রাণশক্তিতে ভরপুর। সিদ্ধার্থের জার্নির কথা বলে সেই গান। গান মুক্তির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন শেহনাজ়ও। সিদ্ধার্থকে যাতে ঠিক মতো শ্রদ্ধাঞ্জলী দেওয়া হয়, সেই দিকেই তাঁর নজর।

কিছুদিন আগেই সিদ্ধার্থ শুক্লাকে গানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন শেহনাজ়। গানটির নাম ‘তু জহা হ্যাঁ’। শেহনাজ়ই ছিলেন সেই গানে। বিগ বস সিজ়ন ১৩-র কিছু মুহূর্ত রাখা হয়েছে গানে। নিজেকে সিদ্ধার্থের নানা কাজে নিযুক্ত করেছেন শেহনাজ়। প্রেমিকের প্রয়াণ বড়ই একা করে দিয়েছে শেহনাজ়কে। তাঁর টুকরো স্মৃতি নিয়ে বাঁচতে চাইছেন শেহনাজ়।

আরও পড়ুন: Squid Game: ‘স্কুইড গেম’-এর কপি বিক্রির ‘অপরাধ’-এ উত্তর কোরিয়ায় গুলি করে মারা হল এক ব্যক্তিকে