Soumitrisha Kundu: কার সঙ্গে ঘনিষ্ট সৌমিতৃষা? চুম্বনে দিলেন ভরিয়ে…

Soumitrisha Kundu: সকলের প্রিয় মিঠাই যে কোনও আপডেট দিলেই ভক্তদের মুহূর্তে তা নজরে আসে। এবারও ব্যতিক্রম হল না তার।

Soumitrisha Kundu: কার সঙ্গে ঘনিষ্ট সৌমিতৃষা? চুম্বনে দিলেন ভরিয়ে...
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2023 | 8:56 AM

সৌমিতৃষা কুন্ডু মানেই এখন সিনেপাড়ার হট কেক। কেরিয়ারের শুরুতে থেকেই একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও মিঠাই ধারাবাহিক দিয়ে তিনি যেভাবে জনপ্রিয় হয়েছেন, তা এক কথায় বলতে গেলে অবিশ্বাস্য। তাঁর অভিনয়, তাঁর লুক, সবই পছন্দ করেছিলেন দর্শকেরা। সেখান থেকেই আজ বড় পর্দার পথে অভিনেত্রী। দর্শকেরা প্রতিমুহূর্তে মুখিয়েয়ে থাকেন তাঁর পর্দার পিছনের জীবন সম্পর্কে জানতে। কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, সারাদিন তাঁর বিউটি রুটিন কী! ইত্যাদি। সোশ্যাল মিডিয়ায় তাই মাঝে মধ্যেই ভক্তদের জন্য পোস্ট করে থাকেন তিনি। যা দেখা মাত্রই মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে ভক্তদের হাতে হাতে।

কখনও তাঁর জন্মদিনের পোস্ট, কখনও আবার নতুন ছবির খবর, সকলের প্রিয় মিঠাই যে কোনও আপডেট দিলেই ভক্তদের মুহূর্তে তা নজরে আসে। এবারও ব্যতিক্রম হল না তার। কাকে চুমুতে ভরিয়ে দিলেন অভিনেত্রী? না তিনি অন্য কেউ নন, সাধন পান্ডের মেয়ে তৃণমূল নেত্রী শ্রেয়শী পান্ডে। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাতে এই পোস্ট করেন মিঠাই। যেখানে তাঁকে জড়িয়ে ধরে চুমু খেয়ে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে। ক্যান্ডিড লুকে সৌমিতৃষাকে দেখে আবারও মন ভিজলো ভক্তদের। এখন বেশ কিছুদিনের বিরতি, আগস্ট মাস থেকে শুরু হবে তাঁর নতুন কাজ প্রধান ছবির শুটিং। অভিনেতা দেব এর বিপরীতে বড় পর্দায় হাতে করি হচ্ছে তাঁর। সৌমিতৃষাকে নিয়ে ফলে ভক্তদের মনে উত্তেজনা পারদ তুঙ্গে। অভিনেত্রী এখন টেলি দুনিয়ার অন্যতম সেলেব। তাই তাঁকে যেন চোখে হারাচ্ছেন দর্শক। মিঠাই শেষ হতেই বেশ মন খারাপ হয় ভক্তদের। তবে বড় পর্দায় ডেভিউ করার খবর সামনে আসতেই খুশির হাওয়া নেটিজেনদের মনে। যদিও তা নিয়ে এক শ্রেণী প্রশ্ন করতেও পিছপা হননি। কেরিয়ারের শুরুতেই বড় ব্রেক নিয়ে কটাক্ষের শিকারও হতে হয়েছে তাঁকে। যদিও সিনেদুনিয়ার ক্ষেত্রে ট্রোলিং এক অন্যতম অংশ হয়ে দাঁড়ায় সেলেবদের ক্ষেত্রে। তাই মিঠাইও খুব একটা গুরুত্ব দেন না এই বিষয়।