Bangla Serial: ‘কয়েকদিন পরই…’, নতুন ধারাবাহিক নিয়ে মত নেটিজ়েনদের

Inside Story: কয়েকদিনের মধ্যেই মেগা সিরিয়ালের গল্প পাল্টে যায়। যে দাপটের সঙ্গে শুরু হয় ধারাবাহিক, তা ধরে রাখতে অক্ষম হয়ে পড়ে অনেক সিরিয়ালই।

Bangla Serial: 'কয়েকদিন পরই...', নতুন ধারাবাহিক নিয়ে মত নেটিজ়েনদের
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2023 | 10:48 AM

সদ্য শুরু হয়েছে ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। সোমবার থেকে শুরু হওয়া এই ধারাবাহিক নিয়ে ভক্তদের মনে উত্তেজনা পারদ প্রথম থেকেই ছিল তুঙ্গে। ধারাবাহিকেj প্রমো সামনে আসার পর থেকেই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এক শ্রেণী যেমন গল্প নিয়ে ভীষণ পরিমাণে আশাবাদী ছিলেন, তেমনই আবার অন্য শ্রেণীর মুখে শোনা গিয়েছিল অন্য সুর। কয়েকদিনের মধ্যেই মেগা সিরিয়ালের গল্প পাল্টে যায়। যে দাপটের সঙ্গে শুরু হয় ধারাবাহিক, তা ধরে রাখতে অক্ষম হয়ে পড়ে অনেক সিরিয়ালই। এক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না বলে অনুমান করে মন খারাপ করে বসেন নেট দুনিয়ার একাংশ।

কারও মুখে আবার অনুরোধ শোনা যায়, দয়া করে দুটো বউ দুটো বর এই ধারাবাহিকে দেখানো না হয় যেন। তবে কার কাছে কই মনের কথা প্রথম পর্ব সম্প্রসারিত হওয়ার পরই ভক্তদের মুখে ফুটল হাসি। সকলেই একবাকে সাধুবাদ জানালেন বাসবদত্তার অভিনয়কে, মানালি দের অভিনয়কে। ঘরোয়া মিষ্টি গল্প। মানালির নাচ দিয়ে শুরু হওয়া এই ধারাবাহিক প্রথম দিনই দর্শক মনে জায়গা করে নিয়েছে। তবে সেখানেও বিদ্রুপ করতে ছাড়লো না নেটিজ়েনরা। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে অনেককেই বিরূপ মন্তব্য করতে দেখা গেল। একজন লিখলেন, ‘কিন্তু কয়েকদিন পরই মা হয়ে যায়…’।

যদিও এ সবটাই ভবিষ্যতে প্রত্যাশা নষ্ট যাতে না হয়, সেই চেষ্টা মাত্র। এই ধারাবাহিকে কাজ করা নিয়ে মানালি দে জানিয়েছিলেন, গল্পটি তাঁর ভীষণ পছন্দের। চিত্রনাট্য শুনেই তাঁর পছন্দ হয়ে গিয়েছিল। এক সাধারণ পরিবারের গল্প। সাধারণ মধ্যবিত্ত পরিবারের কিছু মেয়ের গল্প। যাদের মনের কথা বলা হয়ে ওঠে না শুধুমাত্র সঠিক কিছু বন্ধুর অভাবে। প্রতি সোমবার সন্ধে ৬.৩০ টা থেকে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। প্রথমদিনই তা দর্শক মনে জায়গা করে নেয়। এখন দেখার টিআরপির তালিকাতে কোন স্থানে জায়গা করতে পারে এই ধারাবাহিক।