Social Media Trolling: বিকিনিতে শ্রীময়ী, ছবি দেখতেই খোঁজ পড়ল কাঞ্চন মল্লিকের

Tollywood Gossip: সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী হাজির হতেই খোঁজ শুরু কাঞ্চন মল্লিকের। সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছেন শ্রীময়ী, পরনে বিকিনি।

Social Media Trolling: বিকিনিতে শ্রীময়ী, ছবি দেখতেই খোঁজ পড়ল কাঞ্চন মল্লিকের
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2023 | 11:45 AM

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের মধ্যে সম্পর্কের সমীকরণ বারবার খবরে শিরোনামে জায়গা করে নিয়েছে। একটা সময় তা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল বিভিন্ন মহলে। বারবার ভাইরাল হয়েছিল এই জুটির নাচ কখনও আবার এই জুটির ঘনিষ্ট ছবি…। বৈবাহিক জীবন থেকে বেরিয়ে কাঞ্চন শ্রীময়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, খবর রোটে গিয়েছিল রাতারাতি। যা প্রকাশ্যে আশার পর থেকেই তাঁদের বিদ্রূপের শিকার হতে হয়, এই দুই অভিনেতা-অভিনেত্রীকে। তবে এ বিতর্ক এড়িয়ে না গিয়ে বারবার প্রশ্নের উত্তর দিতেও দেখা গিয়েছে তাঁদের।

সম্পর্ককে কখনও বন্ধুত্ব কখনও আবার বিশেষ বন্ধু, কখনও আবার ঘনিষ্ট সম্পর্কের তকমা দিয়েছেন তাঁরা। তবে সম্পর্ককে আড়াল করতে দেখা যায়নি তাঁদের। তবে থেকেই তাঁদের একে অপরের থেকে নাম যেন কিছুতেই বিচ্ছিন্ন হওয়ার নয়। তাই সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী হাজির হতেই খোঁজ শুরু কাঞ্চন মল্লিকের। সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছেন শ্রীময়ী, পরনে বিকিনি। পোজ় দিয়ে ছবি তুললেন তিনি। পুরনো এই ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করতেই রে-রে করে উঠলো নেটপাড়া। খোঁজ খোঁজ  রব কাঞ্চন মল্লিককে ঘিরে। কেউ প্রশ্ন করলেন– ছবিটি কে তুলে দিয়েছেন কাঞ্চন মল্লিক? কেউ আবার জিজ্ঞাসা করে বসলেন — কাঞ্চন দা কোথায়! কারও কথায় আপনার মতো মানুষকে কী করে সামলান কাঞ্চন মল্লিক… এমনই নানা প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ভিড় করে এল। যদিও ট্রোল এখন শ্রীময়ী ও কাঞ্চল মল্লিকরে সহ্য হয়ে গিয়েছে। তিনি আর এসব নিয়ে খুব বেশি মাথা ঘামান না বলেই অতীতে জানিয়েছেন। তবে এই জুটিকে একসঙ্গে দেখতে মরিয়া একশ্রেণী, তাই শ্রীময়ীর পোস্ট দেখেই তাঁরা খুঁজতে শুরু করলেন কাঞ্চন মল্লিককে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি মুহূর্তে নজর কাড়ে ভক্তদের। যদিও কাঞ্চন মল্লিকের কোনও কমেন্ট নজরে পড়ল না।