Tanushree Dutta: ‘আমার কেরিয়ার-ইমেজ নষ্ট করেছেন’, রাখির বিরুদ্ধে এবার FIR তনুশ্রীর

Tanushree Vs Rakhi: অতীতে বলিউড নিয়ে একাধিকবার ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে তাঁকে। এবার রাখির বিরুদ্ধে নিলেন তিনি আইনি পদক্ষেপ। গত একমাস ধরেই আদিলের সঙ্গে দেখা গিয়েছে তনুশ্রীকে। যেখানে একাধিকবার তিনি জানিয়েছিলেন আদিল যা যা বলছেন রাখির প্রসঙ্গে সবটাই সত্যি।

Tanushree Dutta: 'আমার কেরিয়ার-ইমেজ নষ্ট করেছেন', রাখির বিরুদ্ধে এবার FIR তনুশ্রীর
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 11:12 AM

আদিল দুরানি খানের সঙ্গে সম্পর্কে আসার পর থেকেই যেন জটিল হয়ে ওঠে রাখি সাওয়ান্তের জীবন, অন্তত এমনটাই দাবি করেন অভিনেত্রী। রাখির কথায়, তাঁর সঙ্গে বর্তমানে যা যা হচ্ছে সবটার পিছনেই নাকি আদিলের হাত। সত্যি কি তাই, প্রশ্ন উঠছে আবার আদিল অর্থাৎ রাখির বর্তমান স্বামীর দিকে। এই দুইয়ের মাঝে বচসা যখন তুঙ্গে, ঠিক সেই সময় মাঠে নামলেন অভিনেত্রী তনুশ্রী দত্তা। একটা সময় বলিউডে ঝড় তুলে যাঁর যাত্রা শুরু শুরু হয়েছিল, একের পর এক হিট ছবি যাঁর হাতের মুঠোয় ছিল, রাতারাতি যেন তিনি কোথায় হারিয়ে গেলেন। এই প্রশ্নের উত্তর খুঁজেছেন বহু দর্শক। এবার সেই মর্মেই মুখ খুললেন তনুশ্রী।

অতীতে বলিউড নিয়ে একাধিকবার ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে তাঁকে। এবার রাখির বিরুদ্ধে নিলেন তিনি আইনি পদক্ষেপ। গত একমাস ধরেই আদিলের সঙ্গে দেখা গিয়েছে তনুশ্রীকে। যেখানে একাধিকবার তিনি জানিয়েছিলেন আদিল যা যা বলছেন রাখির প্রসঙ্গে সবটাই সত্যি। রাখিকে নিয়ে একাধিক অভিযোগ সামনে এনেছিলেন তনুশ্রী। সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন, তাঁর কেরিয়ার নষ্টের পিছনে রয়েছেন রাখি। এবার আর মৌখিক অভিযোগ কিংবা বচসা নয়, সরাসরি ওশিওয়ারা পুলিশ স্টেশনে গিয়ে লিখিত FIR করলেন তনুশ্রী দত্তা।

এরপর তনুশ্রী দত্তা সংবাদ মাধ্যমকে বললেন, ”যে মানসিক যন্ত্রণা দিয়ে গিয়েছি আমি ২০১৮ সালে, MeToo আন্দোলনের সময়, তার জন্যই আমি এখানে এসেছি রাখির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে। বিবিধ কারণে করা হয়েছে এই FIR. আমার কাছে প্রতিটা প্রমাণের তথ্য রয়েছে, যেখানে রাখি আমার বিরুদ্ধে কখন কী বলেছে। এবার আর পার পাবেন না রাখি। কাজ শুরু হয়ে গিয়েছে। তাঁরা দ্রুত রাখির বিরুদ্ধে পদক্ষেপ করবেন। আমি তাঁদের সমস্ত অতীতের তথ্য দিয়ে সাহায্য করেছি।”

অতীতে ঠিক কী হলেছিল?

তনুশ্রীর কথায়, ”যখন হর্ন ওকে প্লিজ ছবির কাজ শুরু হয় প্রথমে রাখির এই ছবি করার কথা ছিল। কিন্তু পরে ওকে সরিয়ে আমায় নেওয়া হয়। এরপর নানা পাটেকরের সঙ্গে সেই অপ্রীতিকর ঘটনা ঘটে। তারপর আবারও আমায় সরিয়ে রাখিকে নেওয়া হয়। তখন আমি বুঝতে পারি সবটাই ছবির প্রচারের জন্য পরিকল্পনা মাফিক ঘটানো। সেই সময় আমার প্রতিটা চেক বাউন্স করে যায়। রাখি এই পরিকল্পনার অন্যতম অংশ ছিলেন।”