‘আমার মতো জিনিস রাস্তায় ঘুরলে ছেলেরা…’, উরফির পুরনো ভিডিয়ো ভাইরাল!
Urfi javed: উরফি জাভেদ--- কিছু মাস আগেও কেউ চিনতে না তাঁকে। তবে এখন তিনি নেটদুনিয়ায় সেনসেশন। নানা ধরনের পোশাক পরে তিনি এখন চর্চায় থাকেন প্রতিনিয়ত। এ হেন উরফি এমন এক ভিডিয়ো ভাইরাল হয়েছে যা দেখে রীতিমতো অবাক সকলেই। চেনাই যাচ্ছে না উরফিকে। এই কী তিনি!
উরফি জাভেদ— কিছু মাস আগেও কেউ চিনতে না তাঁকে। তবে এখন তিনি নেটদুনিয়ায় সেনসেশন। নানা ধরনের পোশাক পরে তিনি এখন চর্চায় থাকেন প্রতিনিয়ত। এ হেন উরফি এমন এক ভিডিয়ো ভাইরাল হয়েছে যা দেখে রীতিমতো অবাক সকলেই। চেনাই যাচ্ছে না উরফিকে। এই কী তিনি!
অডিশনের সময়ের এক পুরনো ভিডিয়ো শেয়ার করেছেন উরফি। খোলা চুল, নামমাত্র মেকআপ, তাঁকে বলতে শোনা যাচ্ছে, “আমার মতো জিনিস যদি রাস্তায় ঘুরে বেড়ায় তবে ছেলেরা তো তাকাবেই।” বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই সংলাপ বলতে দেখা গিয়েছে তাঁকে। আর যা দেখে অবাক সকলেই। অস্ত্রোপচারের আগেই যে তাঁকে দেখতে অনেক বেশি সুন্দর ছিল, অনেক সাধারণ ছিলেন তিনি, তা একযোগে স্বীকার করেছেন নেটিজেনরা। একই সঙ্গে তাঁদের আফসোস। ‘কেন অস্ত্রোপচার করে নিজের শরীরটা এভাবে নষ্ট করে দিলেন’? উল্লেখ্য উরফি যে অস্ত্রোপচার করিয়েছেন সে কথা আগেই জানিয়েছিলেন নিজেই। এমনকি অস্ত্রোপচার করাতে গিয়ে ঠোঁটের আকার খারাপ হয়ে গিয়েছিল তাঁর। সেই নিয়ে কান্নাকাটিও করেছিলেন তিনি। সে যাই হোক উরফির এই পুরনো অবতার দেখে হতবাক সকলেই। আগের উরফিকেই চাইছেন তাঁরা।
View this post on Instagram