Viral News: ভিক্যাট, রালিয়া, বিরুষ্কা, সিডনাজ… এবার জুটিতে কী নতুন নাম পেলেন তেজস্বী-করণ

Television Star: কোথাও গিয়ে যেন এই সম্পর্ক ঘিরে বেজায় উতক্ত দুই সেলেব। প্রতি নিয়ম পাপরাজিৎদের ভিড় ঘিরে ধরছে করণ ও তেজস্বীকে।

Viral News: ভিক্যাট, রালিয়া, বিরুষ্কা, সিডনাজ... এবার জুটিতে কী নতুন নাম পেলেন তেজস্বী-করণ
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2022 | 12:31 PM

বিগ বসের ঘর থেকেই বেড়ে সম্পর্কের উত্তাপ। আগের সম্পর্ক ভুলে এখন তেজস্বীর সঙ্গে দিব্য আছেন করণ কুন্দ্রা। সম্পর্কের গুজব ভুলে এগিয়ে গিয়েছেন অনেকটাই। এমন কি বিগ বসের ঘরে যে ছবি ধরা পড়ে, তা দেখে রীতিমত এক শ্রেণীর ভক্তরা রাতদিন কেবলই সমালোচনা করে গিয়েছেন। তবে কোথাও গিয়ে যেন সেই ট্রোল বিন্দু মাত্র স্পর্শ করতে পারেনি করণকে। তিনি এখন রীতিমত প্রেম করছেন তেজস্বীর সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় মাঝে ছড়িয়ে গিয়েছিল খবর, যে তাঁরা বিয়ে করতে চলেছেন, দুই পরিবারের মধ্যে চলছে কথাও।

কিন্তু কোথাও গিয়ে যেন এই সম্পর্ক ঘিরে বেজায় উতক্ত দুই সেলেব। প্রতি নিয়ম পাপরাজিৎদের ভিড় ঘিরে ধরছে করণ ও তেজস্বীকে। লাইম লাইটের জ্বালায় এবার অতিষ্ট জুটি। তেজস্বীর বাড়ির বাইরে ২৪ ঘণ্টা পাপরাজিৎদের ভিড়। প্রায় বাড়িতে ঢুকে আসার উপক্রম। যা দেখে কয়েকদিন আগেই মেজাজ হারিয়ে ফেলেন করণ কুন্দ্রা। এটা কীভাবে সম্ভব! কেন একজনকে এমন ভাবে অস্বস্তিতে ফেলা। করণের কথায় পাপরাজিৎরা যা করেছে তা কখনই উচিত হয়নি। তেজস্বী তাঁর প্রেমিকা তিনি এগুলো মেনে নেবেন না। তবে নেটপাড়া বা ভক্তদের কাছে তাঁদের বর্তমান চাহিদাই আলাদা।

তাই পেলেন ভালবাসার নামও। ভিকি কৌশল ক্যাটরিনা থেকে শুরু করে রণবীর আলিয়া, প্রত্যেকেই পেয়েছিলেন পছন্দের নাম। তাই তালিকা থেকে বাদ পড়লেন না এরাও। বর্তমানে করণ ও তেজস্বীর নাম হল তেজরন। পাপারাজিৎরা তেজস্বীকে বৌদি সম্বোধন করলে খুব একটা অস্বস্তি বোধ করেন না তাঁরা। সম্প্রতি ভিডিয়ো হয়ে গেল ভাইরাল।

আরও পড়ুন- Rukmini Maitra: জাহ্নবী ও রুক্মিনীর জীবনে আক্ষেপ একই, চোখের জলে যে স্মৃতি ফিরে আসে বারবার

আরও পড়ুন- Samantha Prabhu: তিন মিনিটের জন্য ৫ কোটি! নোরাকে কড়া টক্কর দিয়ে পুষ্পায় জায়গা করেছিলেন সামান্থা

আরও পড়ুন- Shilpa Shetty: হীরের আংটির টোপ, লোভ সামলাতে না পেরেই তড়িঘড়ি জীবনের বড় সিদ্ধান্ত নিয়েছিলেন শিল্পা