Vikram Chatterjee: চার বছর পর ফের সিরিয়ালে বিক্রম; কবে থেকে সম্প্রচার?
Bengali Serial: অনেকেই মনে করেছিলেন আর বোধহয় সিরিয়ালে অভিনয় করবেন না বিক্রম। সিনেমা এবং ওয়েব সিরিজ়ের পর্দাতেই দেখা যাবে তাঁকে। কিন্তু বিক্রম নিজে বলেছিলেন, ভাল চরিত্র পেলে নিশ্চয়ই তিনি অভিনয় করবেন। এই বছরের শেষে নাকি শুরু হবে এই নতুন ধারাবাহিকের সম্প্রচার।
ধারাবাহিকের লেখিকা এবং প্রযোজক লীনা গঙ্গোপাধ্য়ায়ের প্রিয় হিরোর তালিকায় রয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। তাঁরই প্রযোজনায় এবং লেখনীতে বিক্রম অভিনয় করেছেন বেশ কিছু ধারাবাহিকে। যেমন ‘ইচ্ছেনদী’, ‘ফাগুন বউ’। তাঁর ধারাবাহিকেই এবার ফের অভিনয় করবেন বিক্রম। সঙ্গে কোন নায়িকা জানেন?
‘ফাগুন বউ’ ধারাবাহিকটি শেষ হওয়ার পর অনেকটা সময় সিরিয়াল থেকে দূরে ছিলেন বিক্রম। ৪ বছর পর ফের তিনি ফিরে যাচ্ছেন পুরনো জায়গায়। শোনা যাচ্ছে, বিক্রমকে নাকি দেখা যাবে লীনার নতুন ধারাাবাহিকে। সেই ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করবেন বাংলা সিরিয়ালেরই জনপ্রিয় মুখ স্বীকৃতি মজুমদার। যাঁকে মেয়েবেলা ধারাবাহিকে মউয়ের চরিত্রে শেষবার দেখেছেন দর্শক।
অনেকেই মনে করেছিলেন আর বোধহয় সিরিয়ালে অভিনয় করবেন না বিক্রম। সিনেমা এবং ওয়েব সিরিজ়ের পর্দাতেই দেখা যাবে তাঁকে। কিন্তু বিক্রম নিজে বলেছিলেন, ভাল চরিত্র পেলে নিশ্চয়ই তিনি অভিনয় করবেন। এই বছরের শেষে নাকি শুরু হবে এই নতুন ধারাবাহিকের সম্প্রচার। দর্শকের কেমন লাগে, এখন সেটাই দেখার।