Sushant-Vaishali: সুশান্ত ‘খুন’ হয়েছেন দাবি করা অভিনেত্রীরও একই ভাবে মৃত্যু! ধোঁয়াশা বাড়ছেই

Sushant-Vaishali: বৈশালী ও সুশান্ত খুব ভাল বন্ধু ছিলেন। দুজনেই কেরিয়ার শুরু করেছিলেন টেলিভিশন দিয়ে। তাই দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল অটুট।

Sushant-Vaishali: সুশান্ত 'খুন' হয়েছেন দাবি করা অভিনেত্রীরও একই ভাবে মৃত্যু! ধোঁয়াশা বাড়ছেই
সুশান্ত-বৈশালী।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2022 | 3:26 PM

বলিউডে আবারও এক মৃত্যু। মৃতা অভিনেত্রী বৈশালী ঠক্কর। ঠিক যেভাবে নিজের বাসভবনে দু’বছর আগে উদ্ধার হয়েছিলে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ, সেখানেই শনিবার রাতে বৈশালীর ইনদওরের বাসভবন থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। বছর দুয়েক আগে ‘শ্বশুরাল সিমর কা’ খ্যাত এই অভিনেত্রী দাবি করেছিলেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু স্বাভাবিক নয়। তিনি ‘খুন’ হয়েছিল। অভিযোগের তীর ছিল ‘মুভি মাফিয়া’দের দিকে। আঙুল তুলেছিলেন বেশ কিছু মানুষের বিরুদ্ধে। এক সংবাদমাধ্যমকে দেওয়া বৈশালীর সেই পুরনো সাক্ষাৎকার এই মুহূর্তে ভাইরাল।

বৈশালী ও সুশান্ত খুব ভাল বন্ধু ছিলেন। দুজনেই কেরিয়ার শুরু করেছিলেন টেলিভিশন দিয়ে। তাই দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল অটুট। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “সুশান্তের দেহে আঘাতের চিহ্ন দেখে যখন সবাই বলা শুরু করল ও খুন হয়েছে আমিও ওর ওই ছবিগুলি ভালভাবে খুঁটিয়ে দেখতে শুরু করি। আমার অদ্ভুত লাগে। গায়ে বেশ কিছু আঘাতের চিহ্ন দেখতে পাই। আমার পুরো ব্যাপারটা বেশ অদ্ভুত লেগেছে। কিছু তো একটা হয়েছেই।”

তিনি সরাসরি অভিযোগ তুলেছিলেন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকেও। তিনি বলেছিলেন, “আমার মনে হয় সম্মিলিত ভাবে ওকে মারা হয়েছে। কেউ একা এই কাজটা করতে পারে না। আমার মনে হয় রিয়াকেও ব্যবহার করা হয়েছে। এমনভাবে ব্যাপারটা সাজান হয়েছে যাতে মনে হয় সুশান্ত আত্মহত্যাই করেছে”। সেই বৈশালীরই ঝুলন্ত দেহ উদ্ধার হতেই বাড়ছে ধোঁয়াশা। তবে ঘটনাস্থল থেকে এক পাঁচ পাতার সুইসাইড নোট পেয়েছে পুলিশ। সেই নোটের পরিপ্রেক্ষিতেই তেজাজি নগর থানার সুপার সংবাদমাধ্যমকে বলেন, “আমরা ওর ঘর থেকে একটি পাঁচ পাতার নোট পেয়েছি। সেখানেই তাঁর প্রাক্তন প্রেমিকের উল্লেখ রিয়েছে। উনি দাবি করেছেন, প্রাক্তন প্রেমিক তাঁকে উত্যক্ত করছে। না সে বৈশালীকে কারও সঙ্গে বিয়ে করতে দিচ্ছেন, না তিনি নিজেও বিয়ে করতে চাইছেন।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন প্রেমিক বিবাহিত, তার আবার দুই সন্তানও রয়েছে। ইতিমধ্যেই সেই প্রেমিককে পুলিশের তরফে জিজ্ঞাসাবাদের জন্য ডাক পাঠান হয়েছে।

২০১৫ সালে ‘ইয়ে রিশতা কেয়া কহলাতা হে’ ধারাবাহিকের হাত ধরে টেলি দুনিয়ায় পা রাখেন বৈশালী। ওই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ছিল ‘সঞ্জনা’। এখানেই শেষ নয় ‘ইয়ে হ্যায় আশিকি’ , ‘সসুরাল সিমর কা’র মতো জনপ্রিয় ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে। তাঁকে শেষ বার দেখা গিয়েছে ‘রক্ষাবন্ধন’ ধারাবাহিকে।