Dhulokona Serial Update: দু’জন নারীকে ভালবাসে লালন, ফুলঝুড়ির সঙ্গে কি ফের বিচ্ছেদ হবে তার?

Bengali Serial: টানটান পর্ব চলছে 'ধুলোকণা' ধারাবাহিকে। লালনের সামনে এখন দুটো রাস্তা - ফুলঝুড়ি, না হলে তিতির। কাকে বেছে নেবে লালন?

Dhulokona Serial Update: দু'জন নারীকে ভালবাসে লালন, ফুলঝুড়ির সঙ্গে কি ফের বিচ্ছেদ হবে তার?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2022 | 5:32 PM

টানটান পর্ব চলছে ‘ধুলোকণা’ ধারাবাহিকে। রোজ রাত ৮টা বাজলে স্টার জলসা চ্যানেলে সম্প্রচারিত হয় এই সিরিয়াল। কিছুদিন আগে দেখা যায়, পুরীতে সপরিবারে বেড়াতে গিয়ে সমুদ্রে ভেসে যায় লালন। খবর আসে সে মৃত। তারপর হঠাৎই একদিন তার খোঁজ পায় স্ত্রী ফুলঝুড়ি, যে শুরু থেকে বলেছিল লালন বেঁচে আছে। এদিকে স্মৃতি হারিয়ে যায় লালনের। পুরনো সব কথাই সে ভুলে যায়, এমনকী ফুলঝুড়িকেও। অন্য একটি বাড়িতে সে সুস্থ হতে থাকে। তিতিরের ডাক্তার বাবা তাকে সুস্থ করে তোলে। লালন স্মৃতি ফিরে পায় তিতিরের চেষ্টায়। তিতির তার সঙ্গে মিথ্যা বিয়ের অভিনয় করে। সবটাই সে সাজায় লালনকে সব কিছু মনে করানোর জন্য। স্মৃতি ফিরে পেয়ে সে ফুলঝুড়িকে নিজের কাছে টেনে নেয়। এ সবের মধ্যে তিতির লালনকে ভালবেসে ফেলে। তিতিরের এই আত্মত্যাগ তাকে মহান করে তোলে। সেই জন্য টিআরপি লিস্টে প্রথম স্থান দখল করে ‘ধুলোকণা’।

এদিকে বাড়িতে চড়ুইয়ের বিয়ে। লালন কাউকে কিছু না বলে তিতিরের বাড়িতে চলে যায়। ফুলঝুড়ি অবাক হয় লালনের এই কাণ্ড দেখে। বচসায় লালন স্বীকার করে নেয় সে ফুলঝুড়ি ও তিতির দু’জনকেই ভালবাসে।

একসঙ্গে দু’জন নারীকে ভালবাসার বিষয়টা কিছুতেই মেনে নিতে পারে না ফুলঝুড়ি। সে সাফ জানিয়ে দেয়, লালন দু’নৌকোয় পা দিয়ে কিছুতেই চলতে পারবে না। তাকে যে কোনও একজনকে বেছে নিতে হবে।

আগামী পর্বে জানা যাবে লালনের সিদ্ধান্ত। ফের কি লালন-ফুলঝুড়ির ভালবাসায় কোনও তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটবে? নাকি লালন তিতিরকে ভুলে ফুলঝুড়িকেই বেছে নেবে?