Disha patani: ‘তোমাকে গুডবাই বলা হল না’; সুশান্তের কথা ভেবে আবেগে ভাসছেন দিশা
Sushant Singh Rajput: 'এমএস ধোনি: দ্যা আনটোল্ড স্টোরি' ছিল দিশা পাটানির কেরিয়ারের প্রথম ছবি। মহেন্দ্র সিং ধোনির প্রথম প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন দিশা। বাস্তবে পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ধোনির প্রথম প্রেমিকা। সেই চরিত্রে দিশাকে দেখে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন স্বয়ং ধ্বনি। চরিত্রটিকে পর্দায় সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন দিশাকে।
২০১৭ সালে মুক্তি পেয়েছিল প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ”এমএস ধোনি: দ্যা আনটোল্ড স্টোরি’। তার পর পেরিয়ে গিয়েছে ৭টা বছর। ছবিতে মহেন্দ্র সিং ধোনির চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার ঠিক তিন বছর পর ২০২০ সালে মুম্বইয়ের ভাড়া করা অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। ‘এমএস ধোনি: দ্যা আনটোল্ড স্টোরি’ ছিল সুশান্তের কেরিয়ারের উল্লেখযোগ্য ছবি। যে ছবিতে তাঁর পরিশ্রম মন জয় করে নিয়েছিল দর্শকের। রাচির ছেলে ধোনির চরিত্রে অভিনয় করেছিলেন পাটনার ছেলে সুশান্ত। ফলে সুশান্তের আকস্মিক রহস্য মৃত্যুতে গোটা দেশের লাখ-লাখ লোকে মতো ভেঙে পড়েছিলেন ধোনিও। নেপোটিজ়ম বিষয়ক নানা কিছু আরও জোড়ালো হতে শুরু করেছিল সেই সময়। বড়-বড় প্রযোজনা সংস্থা, বড়-বড় প্রযোজকরা কটাক্ষের শিকার হয়েছিলেন। কটাক্ষ শুনতে হয়েছিল তারকা সন্তানদেরও। সে সব সামলে চার বছর পেরিয়ে গিয়েছে। সুশান্তর রহস্য মৃত্যু কিনারা না হলেও, পরিস্থিতি খানিক স্বাভাবিক হয়েছে। কিন্তু আজও বলিউড ভুলতে পারে না ছেলেটাকে। ভুলতে পারে না তাঁর সহ-অভিনেতারা।
তাই তো ‘এমএস ধোনি: দ্যা আনটোল্ড স্টোরি’ ছবি মুক্তির সাত বছর পরও তাতে সুশান্তের সহ-অভিনেত্রী দিশা পাটানি তাঁর প্রিয় কো-স্টার সম্পর্কে লিখেছেন দু’-চার কথা। তিনি লিখেছেন, “হিন্দি সিনেমার প্রথম ছবি হিসেবে এই ছবিকে পেয়ে আমি কৃতজ্ঞ। আক্ষেপ করার জন্য জীবন খুবই ছোট। আমরা ‘গুডবাই’ বলতে পারিনি। আশা করি তুমি যেখানেই আছ, শান্তিতে আছ।”
‘এমএস ধোনি: দ্যা আনটোল্ড স্টোরি’ ছিল দিশা পাটানির কেরিয়ারের প্রথম ছবি। মহেন্দ্র সিং ধোনির প্রথম প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন দিশা। বাস্তবে পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ধোনির প্রথম প্রেমিকা। সেই চরিত্রে দিশাকে দেখে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন স্বয়ং ধ্বনি। চরিত্রটিকে পর্দায় সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন দিশাকে।