শাশ্বতর জন্য হাসপাতালে অপেক্ষায় রণবীর কাপুর, মুম্বইয়ে অভিনেতার সঙ্গে কী এমন ঘটে?

Saswata-Ranbir: রণবীর কাপুরের মধ্যে রয়েছে এক সহজাত সারল্য। গুণী মানুষ দেখলেই তিনি তাঁর সামনে নতজানু হয়ে পড়েন। শাশ্বতকে দেখেও তাঁর সেরকমই প্রতিক্রিয়া ছিল। এক লহমায় অভিনেতাকে বুকে জড়িয়ে ধরেছিলেন কাপুর খানদানের এই পুত্র।

শাশ্বতর জন্য হাসপাতালে অপেক্ষায় রণবীর কাপুর, মুম্বইয়ে অভিনেতার সঙ্গে কী এমন ঘটে?
শাশ্বত চট্টোপাধ্যায়।
Follow Us:
| Updated on: May 24, 2024 | 12:03 PM

ববি বিশ্বাস। মানুষ যেন কিছুতেই শাশ্বত চট্টোপাধ্যায়কে এই চরিত্রটির বাইরে ভাবতে পারেন না। হবে নাই বা কেন, এই চরিত্রই শাশ্বতকে দিয়েছিল যাবতীয় কিক। একলহমায় সর্বভারতীয় স্তরে তাঁকে পৌঁছে দিয়েছিল উঁচু আসনে। সুজয় ঘোষের পরিচালনায় তৈরি ‘কাহানি’ ছবিতে কয়েক মিনিটের রোল। সিরিয়াল কিলারের চরিত্রে দুর্দান্ত পারফর্ম করেছিলেন শাশ্বত। এই বলিউডি ছবিটি করার পর ৪ বছর আর কোনও বলিউড প্রজেক্টে দেখা যায়নি শাশ্বতকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারণটি জানিয়েছেন শাশ্বত।

এই ‘কাহানি’ ছবিতেই শাশ্বতর সঙ্গে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন নওয়াজ়ুদ্দিন সিদ্দিকী। ‘কাহানি’তে অভিনয় করার পর পরপর ২৬টি বলিউড ছবিতে অভিনয় করেন নওয়াজ়। বিষয়টি নিয়ে একফোঁটাও কুণ্ঠিত না হয়ে শাশ্বত বলেছিলেন, “আমি বলিউড ছবি প্রচুর বেছে করি। ‘কাহানি’তে বব বিশ্বাস করার পর আমি কিন্তু এক হিন্দি ছবির অফার পেয়েও করিনি। এর কারণ, আমার সেই সময় টলিউডে কাজের কমিটমেন্ট ছিল। এই কথা শুনে হতচকিত হয়ে গিয়েছিলেন রণবীর কাপুরও।” বলিউডের বাঙালি পরিচালক অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস’ ছবিতে কাজের অফার পেয়েছিলেন শাশ্বত। বব বিশ্বাস করার ৪ বছর কোনও একটি হিন্দি ছবির অফার আসে তাঁর কাছে।

হাসপাতালে একটি সিন ছিল। শাশ্বতকে ডেকে অনুরাগ বসু বলেছিলেন, “আপনার সঙ্গে কে দেখা করার জন্য বসে আছেন দেখুন।” শাশ্বত দেখলেন রণবীর কাপুর। ছবিতে দেখা বব বিশ্বাসকে দেখেই বুকে জড়িয়ে ধরে তিনি বললেন, “আমি আপনার বিগ ফ্যান।” তারপর জিজ্ঞেস করলেন, “বব বিশ্বাসের মতো এক সফল চরিত্র করার পর কেন হিন্দি ছবি থেকে এই ৪ বছরের বিরতি নিলেন আপনি।” শাশ্বতর বক্তব্য ছিল, “বিরতি নিইনি। আমি বেছে কাজ করছি। টলিউডেও তো আমার কাজ আছে।” স্থানীয় (regional) ভাষার ছবির কাজ করবেন বলে কেউ হিন্দি ছবির অফার ফেরাচ্ছেন, বিষয়টা এক্কেবারে বিশ্বাস করতে পারেননি রণবীর।

রণবীর কাপুরের সঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায়।

‘কাহানি’ এবং ‘জগ্গা জাসুস’ ছবির মাঝে চার বছরের ফারাকে যে হিন্দি ছবির তালিকায় শাশ্বতকে কাস্ট করা হয়েছিল, সেগুলির মধ্যে রয়েছে প্রীতিশ নন্দি প্রযোজনা সংস্থার ‘বাবুমশাই বন্দুকবাজ’, মধুর ভান্ডারকারের ‘হিরোইন’। এই মুহূর্তে অনুরাগ বসুর আরও একটি ছবিতে অভিনয় করছেন শাশ্বত। ছবির নাম ‘মেট্রো ইন দিনো’। তাতে নীনা গুপ্তার স্বামীর চরিত্রে রয়েছেন শাশ্বত। তাঁর কন্যাদের চরিত্রে কঙ্কনা সেনশর্মা, সারা আলি খান।