উত্তাল বাংলাদেশ, বিভেদের সব দেওয়াল ভেঙে ফেলার কথা বলছেন অনুপম
Anupam Roy: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উত্তাল। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। ভাঙচুর চলছে চারিদিক। দেশে লুটপাট চলছে। অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বিভেদের সব দেওয়াল ভেঙে ফেলার কথাই বলেছেন অনুপম।
বাংলাদেশে প্রায়ই যান গায়ক অনুপম রায়। ওদেশে প্রায়ই শো থাকে তাঁর। বাংলাদেশে অনুপমের অনুরাগী সংখ্যাও কম নয়। ওদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন অনুপম। পোস্ট করেছেন কিছু কথা। তাতে স্পষ্ট হয়েছে অনুপমের মনের ভাবও। কী রয়েছে অনুপমের পোস্টে?
পোস্ট করে অনুপম লিখেছেন, “হিন্দু বা মুসলমান হতে চাই না তা বলে বৌদ্ধ কিংবা খ্রিস্টান হতেও চাই না, বিভেদের সব দেওয়াল ভেঙে ফেলে, আমি ধর্মে নেই তাই জিরাফেও থাকব না।”
View this post on Instagram
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উত্তাল। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। ভাঙচুর চলছে চারিদিক। দেশে লুটপাট চলছে। অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বিভেদের সব দেওয়াল ভেঙে ফেলার কথাই বলেছেন অনুপম। তাঁর মনের অবস্থা বুঝতে পেরে নেটিজ়েনরা লিখেছেন, “আমি গর্বিত আমি হিন্দু। তবে আমি কোনও মুসলমানকে ঘৃণা করি না। আমি তাঁদের ঘৃণা করি, যাঁরা আমাদের ধর্মের ব্যাপারে খারাপ কথা বলে। আবারও বলছি, আমি গর্বিত হিন্দু। ওম নমঃ শিবায়।”