Prosenjit Chatterjee: আবারও প্রসেনজিতের পুজোর ছবিতে বাধা! রাহুলের ছবির শুটিং শুরু করতে পারলেন না নায়ক?

Prosenjit: রাহুল মুখোপাধ্যায়ের ছবি নিয়ে জলঘোলা কম হয়নি গত এক মাসে। তাও অনেক ঝামেলার পর শুটিং শুরু হয়েছিল। কিন্তু আবারও স্থগিত রাহুলের ছবি। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়কে। ১৬ অগস্ট থেকে এই ছবির শুটিং শুরু করার কথা ছিল অভিনেতার। কিন্তু প্রথম দিনেই বাধা। এ দিনও নতুন ছবির শুটিং শুরু করতে পারলেন না অভিনেতা। নেপথ্যে রয়েছে কী কারণ? সকলের মনে একটাই প্রশ্ন।

Prosenjit Chatterjee: আবারও প্রসেনজিতের পুজোর ছবিতে বাধা! রাহুলের ছবির শুটিং শুরু করতে পারলেন না নায়ক?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2024 | 6:06 PM

রাহুল মুখোপাধ্যায়ের ছবি নিয়ে জলঘোলা কম হয়নি গত এক মাসে। তাও অনেক ঝামেলার পর শুটিং শুরু হয়েছিল। কিন্তু আবারও স্থগিত রাহুলের ছবি। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়কে। ১৬ অগস্ট থেকে এই ছবির শুটিং শুরু করার কথা ছিল অভিনেতার। কিন্তু প্রথম দিনেই বাধা। প্রথম যেদিন রাহুলের ছবির শুটিংয়ে পৌঁছেছিলেন অভিনেতা সে দিনও এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাঁকে। সব ঝামেলা মিটিয়ে আবার যেদিন কাজ শুরু করতে যাবেন সে দিনও আর কাণ্ড। সূত্র বলছে, শুটিং স্থগিত হওয়ার জন্য অনেক ঝামেলাও হয়েছে।

কারণ, সেটের অনেক অভিনেতাদের খবরও ঠিক মতো দেওয়া হয়নি যে আদৌ শুটিং হবে কি হবে না। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, এসএউসিআইয়ের ডাকা বন্ধের জন্যই নাকি এ দিনের শুটিং বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য TV9 বাংলার তরফে পরিচালক রাহুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বেজে গিয়েছে। তবে আর এক অভিনেত্রী পারিজাত চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান , যে এ দিনের শুটিং স্থগিত রয়েছে। তবে বেশ কয়েক দিন ইতিমধ্যেই শুটিং করে ফেলেছেন তাঁরা।

উল্লেখ্য, রাহুলের বিরুদ্ধে ফেডারেশনের তরফে অভিযোগ ছিল যে তিনি কাউকে কিছু না জানিয়ে বাংলাদেশে গিয়ে শুটিং করে এসেছেন। তাই ফেডারেশন কর্তৃপক্ষের দাবি ছিল পরিচালক তিন মাস ছবি পরিচালনা করতে পারবেন না। তবে সেই সমস্যার সমাধান করেছেন ইন্ডাস্ট্রির সবাই একসঙ্গে। রাহুলের এই পরিস্থিতিতে পাশে এসে দাঁড়িয়েছিলেন টলিপাড়ার সব পরিচালকেরা। একজোট বেঁধেছিলেন। অবশেষে সেই সমস্যার সমাধান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন অভিনেতা প্রসেনজিত্‍, দেব এবং পরিচালক গৌতম ঘোষ। অবশেষে মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় সেই সমস্যার সমাধান হয়। তবে আবারও শুটিং স্থগিত হওয়ায় অনেকের মনেই নানা ধরনের প্রশ্ন।