Rituparna Sengupta: কটাক্ষ, সমালোচনা ভুলে তিলোত্তমা কাণ্ডে পথে নামছেন ঋতুপর্ণা?

কেউ তাঁকে লিখেছিলেন ‘পচা অভিনেত্রী’ আবার কেউ লিখেছিলেন ‘জোকার’। শত সমালোচনা শোনার পরেও দমে যাওয়ার অভিনেত্রী নন তিনি। কথা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তর। আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন তিনি। এত বিতর্কের মাঝেও তিনি কিন্তু নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। যেমনটা ঠিক মনে করছেন তেমনটাই করছেন। শনিবার সন্ধে ৬টায় আর্টিস্ট ফোরামের তরফের জমায়েত ডাকা […]

Rituparna Sengupta: কটাক্ষ, সমালোচনা ভুলে তিলোত্তমা কাণ্ডে পথে নামছেন ঋতুপর্ণা?
কটাক্ষের মুখে ঋতুপর্ণা।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2024 | 7:15 PM

কেউ তাঁকে লিখেছিলেন ‘পচা অভিনেত্রী’ আবার কেউ লিখেছিলেন ‘জোকার’। শত সমালোচনা শোনার পরেও দমে যাওয়ার অভিনেত্রী নন তিনি। কথা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তর। আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন তিনি। এত বিতর্কের মাঝেও তিনি কিন্তু নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। যেমনটা ঠিক মনে করছেন তেমনটাই করছেন। শনিবার সন্ধে ৬টায় আর্টিস্ট ফোরামের তরফের জমায়েত ডাকা হয়েছে। ফোরামের সব সদস্যরাই উপস্থিত থাকার কথা এ দিন। অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে ঋতুপর্ণা কি আসবে? ইন্ডাস্ট্রির অন্দরের খবর তিনি আসবেন। নায়িকার ঘনিষ্ঠ সূত্রে খবর, ঋতুপর্ণা কোনও সমালোচনা কটাক্ষই গায়ে মাখতে রাজি নন।

তাই তিনি কাউকে কোনও উত্তরও দিতে চান না। এত দিন শহরের বাইরে ছিলেন। দূরে থেকেও সব সময় নিজের শহরের কথাই চিন্তা করে গিয়েছেন। কলকাতায় ফিরে তাই অবশ্যই ন্যায় বিচার চেয়ে পথে নামবেন নায়িকা। সে কথায় কোনও নড়চড় হবে না। নায়িকার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই ঘটনায় তিনি সত্যিই ভেঙে পড়েছেন। তাই এ দিন প্রতিবাদ জানিয়ে পথে নামবেন নায়িকা।

প্রসঙ্গত, ১৪ অগস্ট ‘রাত দখল’ লড়াইয়ে শামিল হয়েছিল গোটা শহর। শুধু কলকাতা নয়, আরও অনেক শহরেই এ দিন রাতে হয়েছিল জমায়েত। এই লড়াইয়ে আম জনতার সঙ্গে শামিল শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরাও। করিনা কপূর, হৃত্বিক রোশন থেকে টলিপাড়ায় প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় থেকে ঋতুপর্ণা সেনগুপ্তর মতো তারকারও। কেউ পথে নেমেছেন। কোনও তারকারা আবার বাড়িতে থেকেই এই লড়াইয়ে শামিল হয়েছেন।

তেমনই দেখা গিয়েছিল ঋতুপর্ণার সমাজমাধ্যমের পাতায়। ভিডিয়োতে দেখা গিয়েছিল নায়িকার চোখে, মুখে আতঙ্কের ছাপ। চোখ ছলছল। আর শাঁখ বাজাচ্ছেন। ব্যস এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর ঘটল উল্টো ঘটনা। কী ঘটেছে? অনুরাগীদের হাসির খোরাকে পরিণত হয়েছেন নায়িকা। তাঁর এই শাঁখ বাজানোর ভিডিয়ো মোটেই পছন্দ হয়নি কারও। একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছিল তাঁর ইনস্টাগ্রামের পাতা। অনুরাগীদের সমালোচনার পর যদিও নায়িকা নিজের সেই ভিডিয়ো মুছে দিয়েছিলেন।