মকর সংক্রান্তির দিন সুখবর দিলেন জিৎ; প্রকাশ্যে আনলেন ছেলেকে, জানালেন তার নাম
Jeet: মাসখানেক আগে ফের বাবা হয়েছেন বাংলার সুপারস্টার জিৎ। ছেলের জন্ম হয় ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর। তারপর থেকে ছেলের মুখ প্রকাশ্যে আনেননি জিৎ। মকর সংক্রান্তির পূন্য তিথিতে ছেলেকে সকলের সামনে আনলেন অভিনেতা। জিতের কন্যা নবান্যার জন্মের একদশক কেটে যাওয়ার পর জন্ম হয়েছে তাঁর পুত্রের। কন্যাকে যেমন আগলে রাখেন জিৎ। তেমনই আগলে রাখেন পুত্রকেও। পুত্রের জন্মের দিনই দুনিয়াবাসীকে সুখবর জানিয়েছিলেন জিৎ। সোমবার (১৫ জানুয়ারি, ২০২৪) মকর সংক্রান্তি। তাই এই দিনই পুত্রের নাম স্থির হল এবং এদিনই সেই নাম সকলকে জানালেন অভিনেতা। জিতের পুত্রের নাম কী জানেন?

মাসখানেক আগে ফের বাবা হয়েছেন বাংলার সুপারস্টার জিৎ। ছেলের জন্ম হয় ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর। তারপর থেকে ছেলের মুখ প্রকাশ্যে আনেননি জিৎ। মকর সংক্রান্তির পূন্য তিথিতে ছেলেকে সকলের সামনে আনলেন অভিনেতা। জিতের কন্যা নবান্যার জন্মের একদশক কেটে যাওয়ার পর জন্ম হয়েছে তাঁর পুত্রের। কন্যাকে যেমন আগলে রাখেন জিৎ। তেমনই আগলে রাখেন পুত্রকেও। পুত্রের জন্মের দিনই দুনিয়াবাসীকে সুখবর জানিয়েছিলেন জিৎ। কিন্তু তখন নাম কী হবে, তা স্থির হয়নি। সোমবার (১৫ জানুয়ারি, ২০২৪) মকর সংক্রান্তি। শুভ দিন। তাই এই দিনই পুত্রের নাম স্থির হল এবং এদিনই সেই নাম সকলকে জানালেন অভিনেতা। জিতের পুত্রের নাম কী জানেন?
সুপারস্টার জিতের নাম রোনাভ? পুত্রের ছবি শেয়ার করে তার নাম সকলকে জানিয়ে জিৎ লিখেছেন, “ওর নাম রোনাভ। দুনিয়ার সকলকে হ্যালো বলছে ও। খুদে তারকা সন্তানের ছবি শেয়ার হওয়া মাত্রই ভেসে আসতে থাকে জিতের ভক্ত এবং সহকর্মীদের শুভেচ্ছাবার্তা। প্রত্যেকেই অভিনন্দন জানিয়েছেন জিৎকে। সেই সঙ্গে তার পুত্র রোনাভকেও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।
View this post on Instagram
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম অবাঙালি অভিনেতা জিৎ। ‘সাথী’ ছবির হাত ধরে বাংলা ছবির দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। প্রথম ছবি হিট করে এবং সেই সঙ্গে সুপারস্টার তকমা পান জিৎ। বিভিন্ন প্রযোজনার সংস্থার হয়ে কাজ করার পর তিনি নিজেই নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন। সম্প্রতিককালে জিৎ যে সকল ছবিতে কাজ করেন, তার অধিকাংশই নিজের প্রযোজনায় তৈরি। অনেক নতুন তারকাকেও তিনি সুযোগ করে দিয়েছেন। তাঁর শক্তি পরিবার এবং কন্যা। এখন তাঁর দুর্বলতা পুত্রও। কাজ এবং সংসার এই দুই নিয়েই মেতে থাকেন অভিনেতা। মকর সংক্রান্তিতে নিজের ছেলের নাম ঠিক করলেন। তাই তাঁর বাড়িতে আজ দিনভর উদযাপন।
View this post on Instagram





