Anik Dutta: ‘বেঁচে আছি, কিন্তু…’, হাসপাতাল থেকে ফিরে কী লিখলেন অনীক?
Anik Dutta: টলিউডে পরিচিত নাম অনীক দত্ত। ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মধ্যে দিয়ে ডেবিউ হয় তাঁর। ওই ‘পলিটিকাল স্যাটায়ার’ নিয়ে হয়েছিল বিস্তর জলঘোলা।
এক সপ্তাহেরও বেশি সময় পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন পরিচালক অনীক দত্ত। গতকাল অর্থাৎ সোমবারই সে খবর জানিয়েছিল টিভিনাইন বাংলা। টিভিনাইন বাংলার ফোন ধরে অনীক নিজেই জানিয়েছিলেন, ভাল আছেন তিনি। এ দিন অর্থাৎ মঙ্গলবার সে খবর অনুরাগী ও বন্ধুদের জন্য সোশ্যাল মিডিয়াতেও ভাগ করে নেন। তবে অনীকের এই আপডেটের নেপথ্যে রয়েছে এক ‘কিন্তু’। এক সাদা কালো ছবি শেয়ার করেছেন অনীক। ক্যাপশনে লিখেছেন, “অ্যালাইভ, বাট নট কিকিং”। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “বেঁচে আছি, কিন্তু এখনও সেভাবে সক্রিয় নই।” অর্থাৎ দুর্বলতা যে রয়েছে, তা নিজেই জানিয়েছেন তিনি। মন্তব্য বক্সে অবশ্য শুভাকাঙ্ক্ষীদের একটাই কথা, “এবার সিগারেটটা ছেড়ে দিন”। অনীক সিওপিডির রুগী বহুদিন। সেই সিওপিডিই তীব্র আকার ধারণ করে সপ্তাহ খানেক আগে। শ্বাস নেওয়ায় এতটাই সমস্যার সৃষ্টি হয় যে তাঁকে ভর্তি করতে হয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। এমনকি কৃত্তিম উপায়ে বেশ কিছুদিন অক্সিজেনও দিতে হয় তাঁকে। হয়েছিল অ্যাঞ্জিওগ্রামও। যদিও অল্পদিনের মধ্যে অনীকের শ্বাসকষ্টের সমস্যাকে নিয়ন্ত্রণে আনা হয়।
টলিউডে পরিচিত নাম অনীক দত্ত। ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মধ্যে দিয়ে ডেবিউ হয় তাঁর। ওই ‘পলিটিকাল স্যাটায়ার’ নিয়ে হয়েছিল বিস্তর জলঘোলা। এমনকি অনীকের ছবি প্রদর্শনেও এসেছিল নানা বাধা। কিন্তু ছবিটি সুপারহিট হয়েছিল। তাঁর সাম্প্রতিক পরিচালনা ‘অপরাজিত’। সত্যজিৎ রায়ের জীবনকাহিনী নিয়েই এই সিনেমা তৈরি হয়েছিল। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল জিতু কামালকে। বড় পর্দায় সেই অর্থে আনকোরা জিতুকে নিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়েছিলেন পরিচালক। জিতুর অভিনয় ও অনীকের পরিচালনা বেশ মনোগ্রাহী লেগেছিল দর্শকের।
সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ওই ছবি বেশ কিছু পুরস্কার জিতে নিয়েছিল ছবিটি। তা নিয়ে বেশ উচ্ছ্বসিতও ছিলেন পরিচালক। অনুষ্ঠানে হাজিরও ছিলেন অনীক। বেশ অসুস্থ অবস্থাতেই হাজির হয়েছিলেন তিনি। এর পর দিনই অনীককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত বাড়িতে পরিচালক। বন্ধুমহলে ফিরেছে স্বস্তি।