Dev-Rukmini: সুখবর শোনালেন দেব, শুটিং শেষ, কবে আসছে ব্যোমকেশ?
Byomkesh Release: মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড একাধিক জায়গাতে শুট হয়েছে ব্যোমকেশ ছবির। প্রতিটি লোকেশন থেকেই ছবি শেয়ার করে নিয়েছেন দেব। সাহিত্য নির্ভর গোয়েন্দা সর্বদাই ভক্তদের ভিষণ পছন্দের।
টলিপাড়ায় ব্যোমকেশ ঘিরে এখন জোর টক্কর। একের পর এক পোস্টে কেবল নয়া আপটেড, একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ব্যোমকেশ, অন্যদিকে দেব, পরিচালনায় বিরসা দাশগুপ্ত। সব মিলিয়ে দর্শকেরা এখন মুখে কেবল মুক্তির অপেক্ষায়। এবার সুখবর দিলেন দেব। শুটিং শেষ হল ব্যোমকেশ ও দুর্গোরহস্যর। গোটা টিম মিলে সেলিব্রেশনের ছবি শেয়ার করে নিলেন এবার সোশ্যাল মিডিয়ার পাতায়। কেক টাকা থেকে শুরু করে পোজ দিয়ে গোটা টিমের ছবি তোলা। ঝড়ের গতিতে ভাইরাল হল সেই পোস্ট। কারণ সেখানেই দেব জানিয়ে দিলেন ছবির মপক্তির দিন। রবিবার দেবের করা পোস্টে মন ভাল হল ভক্তদের। না, খুব বেশি দিনের অপেক্ষা আর নয়, ছবি মুক্তি পেতে চলেছে ১১ অগাস্ট। এবার শুরু পোস্ট প্রোডাকশনের কাজ।
একদিকে যেমন দেবের এই পোস্টে উত্তেজনা, ঠিক তেমনই আবার ছবির একাংশের শিডিউল শেষ করে পোস্ট করেছিলেন সৃজিত। যেখানে ক্যাপশনে লেখা ছিল আমরা পেরেছি। বাংলায় আসছে নতুন ব্যোমকেশ। বর্তমানে ব্যোমকেশ বক্সী ছবির কাজ নিয়ে বেশ ব্যস্ত অভিনেতা তথা সংসদ দেব। বাংলা নববর্ষ থেকেই ছবি ঘিরে চর্চা তুলবে। এই বিশেষ দিনে সামনে এসেছিল ছবির পোস্টার। দুর্গ রহস্য নিয়ে এবার পর্দায় আসছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। যেখানে প্রথমবারের জন্য গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা দেব। বিপরীতে সত্যবতী রুক্মিণী মৈত্র।
View this post on Instagram
মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড একাধিক জায়গাতে শুট হয়েছে ব্যোমকেশ ছবির। প্রতিটি লোকেশন থেকেই ছবি শেয়ার করে নিয়েছেন দেব। সাহিত্য নির্ভর গোয়েন্দা সর্বদাই ভক্তদের ভিষণ পছন্দের। সে ফেলুদাই হোক কিংবা ব্যোমকেশ, পর্দায় তারা প্রাণ পেয়ে বারবার বক্স অফিসে ঝড় তুলেছে। পুজো কিংবা শীতের ছুটি, গরমের ছুটি, মুক্তি প্রাপ্ত সিনেমার তালিকায় একটা ব্যোমকেশ কিংবা ফেলুদা হলে মন্দ হয় না। তবে, না কৌতুহল কেবল গল্প জুড়েই নয়, দীর্ঘদিনে ট্যাবু ভেঙে এখন নিত্য নতুন মুখ কখনও ফেলুদা, কখনও আবার ব্যোমকেশ। এবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে দেবের এই ছবি।
View this post on Instagram