Dev : উইকিপিডিয়ায় দেবের বাবার নামটাই ‘ভুল’ লেখা, এতদিনেও সংশোধন করতে পারলেন না অভিনেতা-সাংসদ!

Dev Controversy: বিষয়টা যে দেবের নজরে এখনও পর্যন্ত আসেনি, সে বিষয়ে নিশ্চত হতেই যাচ্ছে। না হলে, তিনি যতখানি বাবা-মাকে ভালবাসেন, এতদিনে সংশোধন করেই দিতেন।

Dev : উইকিপিডিয়ায় দেবের বাবার নামটাই 'ভুল' লেখা, এতদিনেও সংশোধন করতে পারলেন না অভিনেতা-সাংসদ!
দু'জায়গায় বাবার নাম দু'রকম... একটি উইকিপিডিয়ায়, একটি নিজের প্রযোজিত ছবির পোস্টারে... কোনটা ঠিক?
Follow Us:
| Updated on: May 02, 2022 | 2:14 PM

স্নেহা সেনগুপ্ত

গুরুদাস, না গুরুপদ! গুগলের উইকিপিডিয়ায় খোঁজ নেবেন যাঁরা, দেখবেন সাংসদ অভিনেতা দেবের বাবার নাম সেখানে লেখা আছে ‘গুরুদাস অধিকারী’। কিন্তু কেউ যদি দেব প্রযোজিত কিছু ছবির পোস্টার দেখেন, তাতে দেখবেন উপরেই বোল্ড অক্ষরে লেখা রয়েছে ‘গুরুপদ অধিকারী’। তিনিই দেবের বাবা। তা হলে কোন নামটা সঠিক নাম? কোনও কিছুর বিষয়ে জানতে চাইলে সকলে সবার আগে গুগলের উইকিপিডিয়া সার্চ করে। সেখানে লেখা দেবের বাবা ‘গুরুদাস অধিকারী’। কিন্তু পোস্টারের মতো বিশ্বস্ত ডকুমেন্ট বলছে সেই নাম ‘গুরুপদ’। দেবের অনুরাগীদের দ্বিধা হচ্ছে এতে। বিষয়টা কি দেব আদতেও জানেন? লক্ষ্য করেছেন কি? দিনের পর-দিন এই গোলমাল কেন কেউ ঠিক করেন না? ব্যস্ত অভিনেতা ও সর্বোপরি তারকা রাজনীতিকের (পড়ুন ঘাটালের সাংসদ) বাবার নাম এভাবে জনসমক্ষে ভুল লেখা থাকবে আর তা নিয়ে দ্বিধাগ্রস্ত হতে হবে, এ কেমন বিষয়!

দু’জায়গায় বাবার নাম দু’রকম… একটি দেবের উইকিপিডিয়া পেজে, অন্যটি নিজের প্রযোজিত ছবি ‘কিশমিশ’-এর পোস্টারে…

শেক্সপিয়ার বলেছিলেন, ‘হোয়াটস ইন আ নেম’ (What’s in a name?)… TV9 বাংলার প্রতিবেদনটি পড়ে অনেকের এটাও মনে হতেই পারে। কিন্তু বিষয়টা হল, দেব একজন পাবলিক ফিগার, জননেতা ও ভোটে জেতা রাজনীতিক। তারকাদের প্রোফাইলে এই ধরনের ভ্রান্তি দেখলে লোকে হাসাহাসি করে। কিছুতেই মেনে নিতে পারে না নিন্দুকেরা। নানা ধরনের কুমন্তব্য করতেও শুরু করে দেয়। সেই সঙ্গে তারকার ভাবমূর্তিও নষ্ট করার চেষ্টা করে। কিন্তু বিষয়টা যে দেবের নজরে এখনও পর্যন্ত আসেনি, সে বিষয়ে নিশ্চত হতেই যাচ্ছে। না হলে, তিনি যতখানি বাবা-মাকে ভালবাসেন, এতদিনে সংশোধন করেই দিতেন।

এবার প্রশ্ন হল, গুগলের উইকিপিডিয়ায় যে কেউ গিয়ে এডিট করে দিতে পারে তথ্য।সেরকম ‘দুষ্টুমি’ কেউ করেননি তো! কে জানে… উইকিপিডিয়া বলছে, পেজটি শেষবার এডিট করা হয়েছে ২০২২ সালের ১৩ এপ্রিল, সকাল ১০টার সময়। এই মুহূর্তে উইকিপিডিয়ায় লেখা আছে, “Dev was born on 25 December 1982, in Mahisha, a small village near Keshpur, to Gurudas Adhikari and Mousumi Adhikari” (দেবের জন্ম ১৯৮২ সালের ২৫ ডিসেম্বর মহিষায়, কেশপুরের কাছে একটি ছোট্ট গ্রামে, গুরুদাস অধিকারী ও মৌসুমী অধিকারীর ঘরে)।

যা লেখা দেবের উইকিপিডিয়া পেজে…

তবে একটি কথা বলতেই হচ্ছে, দেব কিন্তু বাবা-মায়ের ও তাঁর বাড়ির সদস্যদের অত্যন্ত আদরের ছেলে। তাঁকে নিয়ে সকলেই গর্বিত। বিশেষ করে তাঁর কাজ নিয়ে, তাঁর কাজের প্রতি নিষ্ঠা নিয়ে কারও কোনও অভিযোগ নেই।

সম্প্রতি মুক্তি পেয়েছে দেব-রুক্মিণী অভিনীত ও দেব প্রযোজিত ‘কিশমিশ’। ছবি দেখে এসে অভিনবভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন দেবের বাবা। ছেলেকে একটি চিঠি লিখেছেন তিনি। হাতে লেখা একপাতার চিঠি আটকে রেখেছিলেন দরজায়। যাতে খবরের কাগজে হাতে দেওয়ার আগে বাবার রিভিউ তিনি পেয়ে যান। কী সুইট না! লিখেছিলেন, “কিশমিশ সুপার ডুপার হিটস” (“Kishmish Super duper Hetes”)। অর্থাৎ, বাবার থেকেই প্রথম রিভিউ পেলেন দেব। বিষয়টা তো নিঃসন্দেহে স্পেশ্যাল।

বাবার থেকে ছবির প্রথম রিভিউ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দেবও। তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “আজ পর্যন্ত আমার ৩৯ বছরের এই জীবনে আমার বাবা আমাকে একটি চিঠিও লেখেনি। প্রতিটা সিনেমার মতো আজকেও আমার বাবা এবং আমার পরিবার এসেছিল ‘কিশমিশ’ (Kishmish) সিনেমাটি দেখতে। সিনেমা শেষ হওয়ার পর ব্যস্ততার কারণে বাবার কাছে জানতে পারিনি কেমন লেগেছে সিনেমাটা। সব শেষে যখন বাড়ি ফিরলাম, তখন দেখলাম দরজার বাইরে বাবা লিখেছেন ‘Kishmish Super duper Hetes’… আজকে যেন মনে হল বাবাকে জীবনে প্রথমবার গর্ববোধ করাতে পারলাম। #Kishmish আপনাদের কতটা ভাল লাগবে তা আমার জানা নেই। কিন্তু আজকের দিনের এই অনুভূতিটা আমার কাছে ‘কিশমিশ’-এর মত মিষ্টি হয়ে থাকবে সারা জীবন। সিনেমার ভাষায় আজ যেনও অস্কার পেলাম।”

আরও পড়ুন: Dev: অস্কার পেলেন দেব! আবেগে ভাসছে পরিবার ও তাঁর অনুরাগীরা

আরও পড়ুন: EXCLUSIVE Satyajit Ray: মুকুলের স্বার্থে ‘ছোট্ট নায়ক’-এর প্রযোজককে ফোন করেছিলেন খোদ সত্যজিৎ, অস্কারজয়ীর জন্মদিনে স্মৃতিচারণ কুশলের