Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KIFF 2022: করোনার বাড়বাড়ন্তে কি স্থগিত এবারের চলচ্চিত্র উৎসব? বিস্তারিত জানালেন রাজ চক্রবর্তী

উল্লেখ্য, গতবছর জানুয়ারির দিকে করোনার প্রথম ঢেউয়ের ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠা গিয়েছিল বটে, কিন্তু করোনার ভয়ে একেবারে চলে যায়নি।

KIFF 2022: করোনার বাড়বাড়ন্তে কি স্থগিত এবারের চলচ্চিত্র উৎসব? বিস্তারিত জানালেন রাজ চক্রবর্তী
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2022 | 9:23 PM

রাজ্যজুড়ে করোনার বাড়বাড়ন্ত। সবথেকে খারাপ পরিস্থিতি কলকাতায়। এমতাবস্থায় এ বছরের কলকাতা চলচ্চিত্র উৎসব কি বন্ধ হচ্ছে? টিভিনাইন বাংলার কাছে মুখ খুললেন ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী। কী জানিয়েছেন তিনি?

রাজের কথায়, “নির্ধারিত দিনেই শুরু হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল। আপাতত বন্ধ করার কোনও পরিকল্পনা নেই। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো নবান্ন থেকেই হবে উদ্বোধন। এ ছাড়াও ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা দেখার মতো যে সব নির্দেশ সরকারের তরফে দেওয়া হয়েছে, যে সমস্ত বিধিনিষেধের কথা জানানো হয়েছে তা সর্বত ভাবে পালক করা হবে উৎসবে।”

প্রসঙ্গত, গত এক সপ্তাহে করোনার সংক্রমণে লাগাম টানতে ফের একবার কড়াকড়ির পথে হেঁটেছে রাজ্য সরকার। রবিবার নবান্নে জরুরি বৈঠক শেষে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পাশাপাশি ৫০ শতাংশ দর্শকাসন নিয়ে রাজ্যের সিনেমা হলগুলি খোলা রাখার নির্দেশ দিয়েছে। এ ছাড়াও ৫০ জনের বেশি জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমতাবস্থায় চলচ্চিত্র উৎসবের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছিল প্রশ্ন। তবে চেয়ারপার্সনের বক্তব্যে কিছুটা হলেও জট কেটেছে।

রাজ আরও জানিয়েছেন ২১ জানুয়ারি তাঁর ‘ধর্মযুদ্ধ’ নামক যে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল সেই তারিখও পিছনো হচ্ছে না। মানুষ হলে এসে সমস্ত বিধি মেনে সিনেমা দেখুক, এটাই আর্জি তাঁর। যদিও পরিস্থিতি যদি আরও খারাপের দিকে এগোয় সেক্ষেত্রে কী হতে চলেছে তা নিয়ে এখনই ভাবতে চাইছেন না তিনি। এ বছর ৭ জানুয়ারি থেকে শুরু হবে চলচ্চিত্র উৎসব। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য, গতবছর জানুয়ারির দিকে করোনার প্রথম ঢেউয়ের ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠা গিয়েছিল বটে, কিন্তু করোনার ভয়ে একেবারে চলে যায়নি। তাই প্রতিবারের মতো নেতাজি ইনডোর স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকেনি বাংলা। তারকাদের চাঁদের হাটের বদলে অনেকটা ছিমছাম করেই উদ্বোধন হয়েছিল ২৬ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারও অনেকটা সেই একইরকম ভাবেই অনুষ্ঠান আয়োজিত হবে বলেই জানা যাচ্ছে রাজের তরফে। তবে সতর্কতার সঙ্গে আপস নয়, দৃঢ় বার্তা তাঁর।