Mithun Chakraborty: পদে পদে অশ্রদ্ধা, গায়ের রঙের জন্য চরম অপমানিত হয়েছি: মিঠুন চক্রবর্তী
Mithun Chakraborty: ১৯৭৬ সালে 'মৃগয়া' ছবির মধ্যে দিয়ে ডেবিউ হতে চলেছে তাঁর। এর পর একের পর এক ছবি উপহার দিয়েছেন তিনি। আজও দিয়ে যাচ্ছেন। আগামী মাসেই দেবের সঙ্গে তাঁর ছবি 'প্রজাপতি' মুক্তি পাবে।
তিনিই ‘ডিস্কো কিং’, তাঁর ক্যারিশ্মার ৮০র দশকে বুঁদ ছিল আট থেকে আশি। আজও তিনি মহাগুরু। কিন্তু এ কী! মিঠুন চক্রবর্তীর সঙ্গেই ঘটেছে এমন সব ঘটনা, যা রীতিমতো গায়ে কাঁটা দেবে। বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার। জানিয়েছেন, গায়ের রঙ নিয়ে পদে পদে অপমানিত হয়েছে তাঁকে। শুধু কি তাই? সইতে হয়েছে চরম অপমান। গাল বেয়ে পড়া চোখের জল শুকিয়ে গিয়েছে গালেই, কাটিয়েছে নিদ্রাহীন রাত, তাও আধপেটা খেয়ে।
তাঁর কথায়, “আমার সঙ্গে যা যা ঘটেছে আমি চাই না কারও সঙ্গে হোক। সবার জীবনেই স্ট্রাগল রয়েছে। কিন্তু আমাকে প্রতি মুহূর্তে আমার গায়ের রঙের জন্য অপমানিত হতে হয়েছে। এমনও দিন গিয়েছে যখন না খেয়ে শুয়ে পড়েছি। নিজের কাছে নিজেই কাঁদতাম। ভাবতাম পরের বেলা কী খাব। কোথায় ঘুমোব। কতদিন ফুটপাথে শুয়ে ঘুমিয়ে পড়েছি।” দু’দিনেই যে সুপারস্টার হয়ে যাননি সে কথা বারেবারেই বলেছেন মিঠুন। এর নেপথ্যে রয়েছে অনেক কষ্ট, অনেক পরিশ্রম। নিজের বায়োপিক হোক চান না তিনি। কারণটা জলের মতো পরিষ্কার। মিঠুনের কথায়, “যা হয়েছে তা আরও একবার ফিরে দেখতে চাই না। আমার মনে হয় না আমার বায়োপিক কাউকে অনুপ্রাণিত করবে। বরং সে মানসিক ভাবে আরও ভেঙে যাবে। আমি চাই না কোনও মানুষের স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াতে। আমি যদি পারি সেও পারবে। ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করতে অনেক কষ্ট করেছি। হিট ছবির জন্য লোকে আমায় লেজেন্ড ভাবে না। বরং যে কষ্ট পেয়েছি, সে কারণেই ভাবে।”
১৯৭৬ সালে ‘মৃগয়া’ ছবির মধ্যে দিয়ে ডেবিউ হয়েছিল তাঁর। এর পর একের পর এক ছবি উপহার দিয়েছেন তিনি। আজও দিয়ে যাচ্ছেন। আগামী মাসেই দেবের সঙ্গে তাঁর ছবি ‘প্রজাপতি’ মুক্তি পাবে। ওই ছবিতে দেখা যাবে মমতা শঙ্করকেও। ‘মৃগয়া’র পর আবারও একসঙ্গে তাঁরা। অন্যদিকে তাঁকে বলিউডে শেষ দেখা গিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে। ওই ছবি সুপারহিট হয়েছিল। হাতেও রয়েছে বেশ কিছু ছবি। সব মিলিয়ে আজও তিনি তরতাজা তরুণ।