Subhashree Ganguly: ফের মা হচ্ছেন শুভশ্রী! টলিউডের জল্পনাই সত্যি হল অবশেষে

Big News: টলিউডে জল্পনা চলছিলই। তবে মঙ্গলবার বিকেলে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁদের ইনস্টা পোস্টে একপ্রকার সেই জল্পনায় সত্যি বলেই যেন প্রমাণ করলেন।

Subhashree Ganguly: ফের মা হচ্ছেন শুভশ্রী! টলিউডের জল্পনাই সত্যি হল অবশেষে
ফের মা হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2023 | 7:41 PM

টলিউডে জল্পনা চলছিল দীর্ঘ দিন ধরে। তবে এবার রাজ-শুভশ্রী যে ‘খবর’ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, তা থেকে জল্পনা যেন সত্যি হল বলেই একপ্রকার নিশ্চিত নেটিজ়েনরা। মঙ্গলবার বিকেলে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে রাজ ও শুভশ্রী দু’জনেই লেখেন, “ইউভান দাদা হচ্ছে।” যা দেখে ফ্যান, ফলোয়ারের দল একপ্রকার নিশ্চিত, ফের মা হতে চলেছেন টলিপাড়ার এই প্রথম শ্রেণীর নায়িকা। না, এর থেকে বেশি আর কিচ্ছু বলেননি তাঁরা। যদিও নেটিজেনদের বড় অংশ এই পোস্টকে ‘সুখবর’ বলেই মনে করছেন। রাজ-শুভশ্রীর এই পোস্টের পর সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তায় তাঁদের ভরিয়ে তুলেছেন একের পর এক সেলিব্রিটি। সঙ্গে ফ্যানেরা তো রয়েছেনই। মৌনি রায় থেকে শুরু করে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রাজ-শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই।

ইদানিং এক রিয়ালিটি শো’য়ে একসঙ্গে বিচারকের ভূমিকা পালনের কারণ মৌনি রায় ও শ্রাবন্তীর সঙ্গে ভাল সখ্য গড়ে উঠেছে শুভশ্রী। শুভেচ্ছা জানিয়ে মৌনী লেখেন,  ‘ভালবাসা, ভালবাসা, আমি ওর সবচেয়ে প্রিয় মাসি হচ্ছি। এ নিয়ে আর কোনও সন্দেহ নেই।” অন্যদিকে শ্রাবন্তী লেখেন, “অনেক শুভেচ্ছা। ভীষণ খুশি।” ২০২০ সালে করোনাকালে মা হন শুভশ্রী। কোল আলো করে আগমন ঘটে ইউভানের। এই মুহূর্তে ইউভানের বয়স আড়াই বছর। ইউভানের জন্য কেরিয়ারের অনেকটা সময়ই বরাদ্দ করেছেন নায়িকা। তবে এবার দায়িত্ব বাড়ল আরও, অন্তত এমনটাই মনে করছেন তাঁর অনুরাগীরা, নেপথ্যে তাঁর ওই ইনস্টা পোস্ট।