Rituparna Sengupta: টলিউডের মজ্জায় মজ্জায় কি স্বজন পোষণ-নেপোটিজম? ‘আমার কাছে পুরোটাই যুদ্ধ’, অকপট ঋতুপর্ণা

Tollywood Gossip: অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর সামনে উঠে এসেছিল নানা জল্পনা। তবে ঋতুপর্ণা সেনগুপ্ত রাখঢাক না রেখেই জানালেন স্বজন পোষণ নিয়ে মতামত।

Rituparna Sengupta: টলিউডের মজ্জায় মজ্জায় কি স্বজন পোষণ-নেপোটিজম? 'আমার কাছে পুরোটাই যুদ্ধ', অকপট ঋতুপর্ণা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2022 | 12:22 PM

সিনে দুনিয়া নিয়ে বর্তমানে একাধিক চর্চা তুঙ্গে। যার মধ্যে অন্যতম হল স্বজন পোষণ বা নেপোটিজম। সত্যিই কি চলচ্চিত্র জগতে ভাল কাজ দিয়েই শুধুমাত্র টিকে থাকা যায়! না কি প্রতিটা পদে পদে কেবল সুপারিশের সঙ্গে কড়া টক্করে সামিল হতে হয়! কারুর কাছে অস্ত্র তাঁর গুণ আর কারুর কাছে অস্ত্র হল পরিচিতি বা নেপোটিজমের তকমা। আদেও কি এই বিষয়টা টলিপাড়ার মজ্জায় মজ্জায় ছড়িয়ে রয়েছে! ঋতুপর্ণা সেনগুপ্ত, যিনি বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত, এবং প্রতিটা প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে চলেছেন, তাঁর চোখে টলিপাড়া কতটা স্বচ্ছ!

প্রশ্ন সরাসরি এড়িয়ে না গিয়ে নিজের মন্তব্য সাফ জানালেন এবার সেলেবস্টার। তাঁকে নিয়ে সম্প্রতি গুঞ্জণ তুঙ্গে, অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর সামনে উঠে এসেছিল নানা জল্পনা। তবে ঋতুপর্ণা সেনগুপ্ত রাখঢাক না রেখেই জানালেন,’ আমি ঠিক স্বজন পোষণের মধ্যে থাকি না, এর মধ্যে কীভাবে নিজেকে দেখবো বুঝতে পারি না, কারণ আমি সবটাই লড়াই করে মারামারি করে এই জায়গাটা করেছি। আজও আমার কাছে সেই যুদ্ধটা চলছে। ফলে আমি মনে করি যে আমার কাছে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার কাজ এবং আমার লড়াই এটাই পরিচয়।’

এতো গেল চলচ্চিত্র জগতের অন্দরমহল নিয়ে মন্তব্য, আর নিজের জীবনে! কখনও কি কাজ করতে গিয়ে বাধা প্রাপ্ত হতে হয়েছে ঋতুপর্ণাকে, কখনও কি মনে হয়েছে পেছন থেকে কেউ টেনে ধরছে বা কারুর জন্য কোনও হওয়া কাজ আটকে আছে, এই পরিস্থিতিতে নিজেকে কীভাবে সামলেছেন তিনি! ঋতুপর্ণার কথায়-  ‘স্বজন পোষণ নিয়ে যাঁরা হয়তো প্রশ্ন তুলছেন, তাঁরা জানবেন। তবে আমি যদি স্বজন পোষণের শিকার হয়ে থাকি হয়েছি, তবে আমি কোনও অভিযোগ করতে পারি না কারণ আমার কাছে সবটাই লড়াই লড়াই। আমার জীবনটাই হচ্ছে বড় যুদ্ধের মত। আমি যুদ্ধটাকেই আগে দেখি।’

আরও পড়ুন- Nora fatehi Controversy: প্রতারণার শিকার নোরা, ২০ লক্ষ টাকা জালিয়াতি, খোয়া গেছিল পাসপোর্ট

আরও পড়ুন- Bollywood Gossip: ঘাড়ে জুড়ে রণবীর কাপুর, ট্যাটু যন্ত্রণায় জর্জরিত দীপিকা চুকিয়ে ছিলেন ভালবাসার মাসুল

আরও পড়ুন- Samantha Prabhu: সন্তান নিলে ফিগার নষ্ট হবে, দু’-দু’বার বাচ্চা নষ্ট করেছিলেন সামান্থা! কী জানালেন প্রযোজক