Feluda Shoot: ‘ফেলুদা’ ফ্লোরে জোড়া সেলিব্রেশন, সন্দীপ-ইন্দ্রনীল একে অপরকে জানালেন কীসের শুভেচ্ছা

Inside Story: ফেলুদা হিসেবে ডেবিউ তাঁর হয়ে গিয়েছে 'হত্যাপুরী' ছবির হাত ধরেই। এবার দ্বিতীয় ছবির পালা, সম্ভবত চলতি বছর শীতেই মুক্তি পেতে চলেছেন এই ছবি। আর সেই ছবির শুটিং সেটেই এবার হয়ে গেল জোড়া সেলিব্রেশন।

Feluda Shoot: 'ফেলুদা' ফ্লোরে জোড়া সেলিব্রেশন, সন্দীপ-ইন্দ্রনীল একে অপরকে জানালেন কীসের শুভেচ্ছা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 09, 2023 | 5:00 PM

‘হত্যাপুরী’ ছবির পর এবার ‘নয়ন রহস্য’। একই বছরে দুই ফেলুদা। পরিচালক সন্দীপ রায় একই বছরে পরপর দুটি ফেলুদা নিয়ে হাজির হতে চলেছেন দর্শকদের দরবারে। একটি ছবি অর্থাৎ হত্যাপুরী ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে বড়র্পদায়। পরবর্তী ছবি নয়ন রহস্য নিয়ে এখন ব্যস্ত টিম ফেলুদা। অগস্ট মাস থেকে শুরু হয়ে গিয়েছে নয়েন রহস্য ছবির শুটিং। যেখানে ফেলুদার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। ফেলুদা হিসেবে ডেবিউ তাঁর হয়ে গিয়েছে হত্যাপুরী ছবির হাত ধরেই। এবার দ্বিতীয় ছবির পালা, সম্ভবত চলতি বছর শীতেই মুক্তি পেতে চলেছেন এই ছবি। আর সেই ছবির শুটিং সেটেই এবার হয়ে গেল জোড়া সেলিব্রেশন।

জন্মদিনের পার্টি, না ঠিক সেই অর্থে পার্টি নয়। ঘরোয়াভাবে কেক কেটে পাঞ্জাবী পরে বাঙালিয়ানা ছোঁয়া বজায় রেখে কেবল শুভেচ্ছা বিনিময় ছিল এই সেলিব্রেশনের মূল। এক মজার বিষয় হল ছবি পরিচালক ও ছবির অভিনেতা অর্থাৎ সন্দীপ রায় ও ইন্দ্রনীল সেনগুপ্ত দুজনেরই জন্মদিন একই দিনে। ৮ সেপ্টেম্বর ছিল শুক্রবার, একে অপরের সঙ্গে কেটে শুভেচ্ছা বিনিময় করলেন। TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দ্রনীল সেনগুপ্ত বলেছিলেন, এই এক মজার বিষয়। প্রতিবছর আমি ফোন করি বাবুদাকে (সন্দীপ রায়) জন্মদিনের শুভেচ্ছা জানাতে। তার আগেই ওপার থেকে শুভ জন্মদিন বার্তা আমার জন্য চলে আসে। আমরা দুজনেই দুজনকে শুভ জন্মদিন বলে থাকি। না, কেবল দুজনের জন্মদিনে একদিনে যে সেটা নয়। একই ছবিতে বর্তমানে এই দুই স্টার গাঁথা, এমনকি জন্মদিনটি কাটলেও তাঁদের একই সঙ্গে ছবির সেটে। বর্তমানে কলকাতার বিভিন্ন এলাকাতে শুটিং চলছে ফেলুদার। আগেরবারের থেকে এবার আরও দর্শক মহলে প্রত্যাশা বেড়েছে এই টিমের থেকে, সেই বিষয় কোনও সন্দেহ নেই।