Sourav Ganguly: বোর্ডের পদে না থাকায় সৌরভকে নিয়ে ছবিও বন্ধ? মুখ খুললেন পরিচালক
Rahul-Rana: বোর্ড সভাপতির (BCCI Presdient) পদ থেকে বিদায় নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিন বছরের জার্নির ইতি হয়েছে।

বিহঙ্গী বিশ্বাস
বোর্ড সভাপতির (BCCI Presdient) পদ থেকে বিদায় নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিন বছরের জার্নির ইতি হয়েছে। এ কারণে শুধু যে ক্রিকেটপ্রেমীদের মন খারাপ তা তো নয় প্রভাব পড়েছে সিনেমা জগতেও। ভারতের ক্রিকেট ইতিহাসে সৌরভের অবদান, ১৯৯৬ সালে অভিষেক টেস্টে লর্ডসে শতরান, রাজকীয় ভঙ্গিতে লর্ডসের ব্যালকনিতে ভারতীয় জার্সি খুলে ঘোরানোর মতো ক্ষিপ্রতার কথা মাথায় রেখেই ‘কলকাতা ৯৬’ বলে একটি সিনেমা তৈরি করার কথা ঘোষণা করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ওই ছবির হাত ধরেই কার্যত পরিচালক হিসেবে অভিষেক হওয়ার কথা ছিল তাঁর। প্রযোজক রানা সরকার। কিন্তু রানা জানিয়েছেন, ছবিটি তিনি করবেন না। তাহলে কি ছবির ভবিষ্যৎ অনিশ্চিত? টিভিনাইন বাংলাকে রাহুল জানিয়েছেন ছবিটি হবে। রানা সরকার প্রযোজক না হলে সেক্ষেত্রে অন্য কোনও প্রযোজকের সাহায্যে ছবিটি তিনি করবেন।
রানা কেন ছবিটি করছেন না? টিভিনাইন বাংলাকে রানা বলেন, “লর্ডসের মাঠে সৌরভ গাঙ্গুলির শতরানের ফুটেজের অংশ ছবিতে দরকার ছিল। দাদা যদি বিসিসিআইয়ের সভাপতি পদে থাকতেন তবে হয়তো সেই ফুটেজ ২০-৩০ লক্ষ টাকায় পেয়ে যেতাম। কিন্তু এখন যেহেতু তিনি আর ওই পদের নেই, আমি খোঁজ নিয়েছি ওই ৩-৪ মিনিটের ফুটেজ কিনতে আমার এক কোটির উপর খরচ হবে।” রানা জানিয়েছেন, অত টাকা কোনও ভাবেই এই মুহূর্তে তাঁর পক্ষে দেওয়া সম্ভব নয়। সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ডের প্রধান পদে থাকলে কম টাকায় ফুটেজ যে পাওয়া যাবে, তা নিয়ে কি সৌরভের সঙ্গে টিম ‘কলকাতা ৯৬’এর সঙ্গে কথা হয়েছিল? উত্তরে রানা বলেন, “রাহুল কথা বলেছিল। সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন। তিনি আমাদের পাশে রয়েছেন। কিন্তু এখন পরিস্থিতি আলাদা। আর তা ছাড়া এটা তো সৌরভের বায়োপিক নয়। ৯৬-এর পটভূমিকায় সৌরভের সেঞ্চুরিকে মাথায় রেখে কলকাতায় যে সেলিব্রেশন চলেছিল তাই নিয়ে ছবি। বায়োপিক হলে না হয় তাও ভাবা যেত।”
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের কথা ঋত্বিক চক্রবর্তী ও সোহিনী সরকারের। সোহিনীরও ডেট পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছেন রানা। যদিও গোটা ঘটনায় রাহুলের বক্তব্য, “ছবিটি করব। রানাদা যদি না করে তবে অন্য কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে নিশ্চয়ই এই ছবি হবে।” সেক্ষেত্রে কাস্টিংও কি একই থাকবে? রাহুলের উত্তর, “নাম-কাস্ট সবই এক থাকবে”। শোনা যাচ্ছে, রানার সঙ্গে ছবিটি বানানোর আগে এ রাজ্যের এক প্রথম সারির প্রযোজনা সংস্থার সঙ্গে কথা বলেছিলেন রাহুল। যদিও তা ফলপ্রসু হয়নি সে সময়। পরিবর্তিত পরিস্থিতিতে সেই সংস্থার সঙ্গেই আবার রাহুল গাঁটছড়া বাঁধেন কিনা এখন সেটাই দেখার।





