‘গন্তব্যে নয়, সেখানে পৌঁছনোর যাত্রাপথে মন দিও’, বলছেন শ্রাবন্তী
অনেকের মতোই ইঙ্গিতবাহী পোস্ট থাকে শ্রাবন্তীর সোশ্যাল ওয়ালেও। কিন্তু নির্দিষ্ট কারও উদ্দেশে তিনি কিছু বলেন কি না, তা স্পষ্ট করেন না। কারও জীবনেই প্রতিটা জিনিস সহজ হতে পারে না। ব্যতিক্রম নন তিনিও।
নিজের শর্তে জীবন বাঁচেন। তাঁর প্রেম, দাম্পত্য, বিচ্ছেদ সবটাই যেন খোলা খাতার মতো। কথা হচ্ছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেই ছবির ক্যাপশনেই যেন আটকে যায় চোখে। প্রশ্ন জাগে, অভিনেত্রীর ছবি =র ক্যাপশন কি বয়ে আনছে কোনও বিশেষ ইঙ্গিত?
গোলাপি ঠোঁট, খোলা চুলে ফোটোশুট তাঁর। ক্যাপশন বলছে, “যাত্রাপথে ফোকাস কর, গন্তব্যস্থলে নয়। কোনও কাজ শেষ করে আনন্দ নেই, কাজ করার প্রক্রিয়াতেই আনন্দ।” অনুরাগীরা জানিয়েছেন প্রশংসা। প্রিয় অভিনেত্রীর জন্য নেমেছে কমেন্টের ভিড়। একজন লিখেছেন, শ্রাবন্তীর ক্যাপশনে উল্লেখ করা এই জার্নি আদপে কি জীবনের জার্নি? শ্রাবন্তীর তৃতীয় বিয়ে প্রায় ভাঙনের মুখে। যদিও সে নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রথমবার সরাসরি রাজনীতির ময়দানে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জয় অধরা থাকে তাঁর। নির্বাচনের পরে অবশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁকে যুক্ত থাকতে দেখা যায়নি।
View this post on Instagram
অনেকের মতোই ইঙ্গিতবাহী পোস্ট থাকে শ্রাবন্তীর সোশ্যাল ওয়ালেও। কিন্তু নির্দিষ্ট কারও উদ্দেশে তিনি কিছু বলেন কি না, তা স্পষ্ট করেন না। কারও জীবনেই প্রতিটা জিনিস সহজ হতে পারে না। ব্যতিক্রম নন তিনিও। হ্যাঁ, তিনি সেলেব্রিটি। তাই তাঁর জীবনের অনেক খবরই প্রকাশ্যে আসে। একের পর এক সম্পর্ক, দাম্পত্য বিচ্ছেদ, এ সব নিয়ে শিরোনামে থাকেন শ্রাবন্তী। তাঁর নতুন প্রেমও চর্চায় থাকে। সে সব কারণে ভার্চুয়াল ওয়ার্ল্ডে তুমুল ট্রোলিংয়েরও শিকার হন।
মাস খানেক আগে শ্রাবন্তীর চর্চিত প্রেমিকের জন্মদিন পালনের এক ছবি হাতে এসেছিল টিভিনাইন বাংলার। সেলিব্রেশন চলছিল শ্রাবন্তীর ফ্ল্যাটেই। হাজির ছিলেন তাঁর বাবা-মা এবং দিদিও। সূত্রের খবর, চর্চিত প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীকে নাকি এক হিরের আংটিও উপহার দিয়েছেন শ্রাবন্তী। যদিও শ্রাবন্তী এ ব্যাপারে মুখ খোলেননি। শ্রাবন্তীর ঘনিষ্ঠ সূত্রে খবর, আগের তিনটি সম্পর্ক ‘ওয়ার্ক’ না করায় এই প্রেমকে অন্তরালেই রাখতে চান অভিনেত্রী। যদিও সম্প্রতি এক সংবাদমাধ্যম কে শ্রাবন্তী জানিয়েছেন তিনি আপাতত কোনও সম্পর্কে নেই। অভিরূপ তাঁর পরিচিতমাত্র।
আরও পড়ুন: Rabindranath Tagore : পরিচালক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম এবং একমাত্র সিনেমা