Srijit Mukerjee Padatik: ভাইরাল সৃজিতের মৃণাল-সত্যজিৎ, প্রশংসিত চঞ্চলের পাশে ট্রোল ঝড়ে জিতু, কিন্তু কেন
Padatik: ইদানিং ছবি মুক্তির আগে তার ক্লিপিং ভাইরাল হয়ে যাওয়াটা যেন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। তাই তালিকা থেকে বাদ পড়ল না ছবি পদাতিক। মৃমাল সেনের একশো বছরের জন্মদিন উপলক্ষ্যে দর্শকদের এই ছবি উপহার দিতে চলেছেন পরিচালক।
বছরের শুরুতেই রমরমিয়ে শুটিং হয়েছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি পদাতিক-এর। বিখ্যাত পরিচালক মৃণাল সেনের আত্মজীবনী নিয়ে তৈরি এই ছবি প্রথম থেকেই চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিল। যখন প্রথম মৃণাল সেনের ভূমিকায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ্যে আসে, তখন থেকেই সকলেই অপেক্ষায় ছবির মুক্তির। রাতারাতি ছবির প্রতি খিদে বেড়ে গিয়েছিল দর্শকদের। এই ছবিতে মৃমাল সেনের স্ত্রীর ভূমিকাতে অভিনয় করছেন মনামী ঘোষ। আর সত্যিজিৎ রায়? টলিপাড়ায় এখন এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব সহজ। কারণ, অপরাজিত। এই ছবিতে সত্যজিৎ রায়ের ভূমিকায় জিতু কামাল ঠিক কতটা জনপ্রিয় হয়েছিলেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার সেই ছবিই চর্চায়। ইদানিং ছবি মুক্তির আগে তার ক্লিপিং ভাইরাল হয়ে যাওয়াটা যেন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। তাই তালিকা থেকে বাদ পড়ল না ছবি পদাতিক। মৃমাল সেনের একশো বছরের জন্মদিন উপলক্ষ্যে দর্শকদের এই ছবি উপহার দিতে চলেছেন পরিচালক।
ভাইরাল হওয়া দৃশ্যে দেখা গেল মৃণাল সেন ও সত্যজিৎ রায় রূপী জিতু কামাল কথোপকথনে ব্যস্ত। তাঁরা একে অন্যের সঙ্গে এক বিশেষ ছবির বিষয় আলোচনা করছেন। যেখানে চঞ্চল চৌধুরীর বাচনভঙ্গী থেকে শুরু করে তাঁর শরীরী গরণ, সবটাই প্রশংসার জোয়ারে ভাসছে, সেখানেই এবার কটাক্ষের শিকার হলেন অভিনেতা জিতু কামাল। জিতুর লুক তো ভীষণ চেনা, কিন্তু জিতুর কণ্ঠস্বরের এ কী হল? উত্তর খুঁজতে ব্যস্ত নেটপাড়া। এই ভিডিয়োটি পোস্ট করে এক নেটিজ়েন লিখলেন, চঞ্চল চৌধুরীকে মৃণাল সেন হিসেবে খুবই ভাল লাগছে। কিন্তু সত্যজিতরুপী জিতুর গলায় কি ব্যাঙ ঢুকেছে? বোঝাই যাচ্ছে ডাব করা তাই বলে এরকম। এই পোস্ট দেখা মাত্রই কমেন্ট বক্সে ট্রোলের বন্যা। কেউ লিখলেন, কে জানে। তবে গলাটা কার ভাবছি। মনে হচ্ছে যেন সবে ডিপ থ্রোট দিয়েছে, কেউ আবার লিখলেন, মনে হয় পরে চেঞ্জ করে দেবে। কারও কথায় আবার, এটা মনে হয় সৃজিতদার গলা।