Subhashree Ganguly: ১৫ দিনের মেয়েকে ঘরে রেখে কোথায় ছুটে গেলেন শুভশ্রী? ‘এভাবে বদলে গেলেন’!
Subhashree Ganguly: মা হয়েছেন সদ্য... এ সময় কাজ বাড়াটাই স্বাভাবিক। বেড়ে যায় ব্যস্ততাও। কিন্তু তাই বলে শখ, ইচ্ছেকে জলাঞ্জলি দেওয়া মোটেও নয়-- এই বার্তাই দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মাত্র ১৫ দিন আগেই দ্বিতীয় বার মা হয়েছেন তিনি। একরত্তি মেয়েকে ঘরে রেখেই নায়িকা গেলেন কোথায়?
মা হয়েছেন সদ্য… এ সময় কাজ বাড়াটাই স্বাভাবিক। বেড়ে যায় ব্যস্ততাও। কিন্তু তাই বলে শখ, ইচ্ছেকে জলাঞ্জলি দেওয়া মোটেও নয়– এই বার্তাই দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মাত্র ১৫ দিন আগেই দ্বিতীয় বার মা হয়েছেন তিনি। একরত্তি মেয়েকে ঘরে রেখেই নায়িকা গেলেন কোথায়?
নায়িকার ইনস্টা স্টোরি জানান দিচ্ছে, ক্লান্তি দূর করতে, লুক চেঞ্জ করতে নায়িকা গেলেন পার্লারে। বড় হয়ে গিয়েছিল চুল। আর তা কাটতেই স্যালোতে গিয়েছিলেন তিনি। তাঁর ফ্যানক্লাবের তরফে সেই সব ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যা দেখে যদিও ভক্তদের বেজায় মন খারাপ। তাঁদের প্রশ্ন, ‘এভাবে বদলে গেলেন’? নায়িকা চুল কেটে দিয়েছেন, মোটেও খুশি নন তাঁরা। তবে অনেকে আবার সমর্থনও করেছেন। তাঁদের মতে, ‘পরিবর্তনই তো জীবন’। গত ৩০ নভেম্বর মা হয়েছে শুভশ্রী। ঘর আলো করে এসেছে কন্যা সন্তান ইয়ালিনী। ইয়ালিনী শব্দের অর্থ সংগীতের সুর। এ ছাড়াও এর আরও এক অর্থ রয়েছে এই নামের। দেবী সরস্বতীর অপর নামও ইয়ালিনী। মেয়ে চেয়েছিলেন শুভশ্রী। আগে থেকে তাউ ভাবা হয়ে গিয়েছিল নাম। শুভশ্রীর প্রথম সন্তান ইউভান। যার অর্থ শিব। ছেলে ও মেয়ের নামে রয়েছে দেব-দেবীর ছোঁয়া। আপাতত খুদেকে নিয়েই সময় কাটছে তাঁর। তবে এর মাঝে নিজের জন্য খানিক সময় বের করে রূপচর্চা। মা মানেই যে করতে হবে সব ত্যাগ– এই ধারণাই বদলে দিলেন তিনি।