Tanusree Chakraborty: কুয়াশা ঘেরা কার্শিয়াংয়ে চিরসখার খোঁজে তনুশ্রী

কুয়াশা ঘেরা কার্শিয়াং। সেখানেই আগামী সপ্তাহে পাড়ি দিচ্ছেন তনুশ্রী চক্রবর্তী। খোঁজ চলছে চিরসখার। রিয়েল লাইফে খুঁজে পেয়েছেন আগেই। তবে এবার রিল জীবনেও চলছে খোঁজ।

Tanusree Chakraborty: কুয়াশা ঘেরা কার্শিয়াংয়ে চিরসখার খোঁজে তনুশ্রী
তনুশ্রী চক্রবর্তী।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2022 | 9:47 PM

কুয়াশা ঘেরা কার্শিয়াং। সেখানেই আগামী সপ্তাহে পাড়ি দিচ্ছেন তনুশ্রী চক্রবর্তী। খোঁজ চলছে চিরসখার। রিয়েল লাইফে খুঁজে পেয়েছেন আগেই। তবে এবার রিল জীবনেও চলছে খোঁজ। আসছে অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়ের নিখাদ ভালবাসার আখ্যান ‘চিরসখা হে’। ছবিতে মুখ্য ভূমিকায় তনুশ্রী আর বিপরীতে ঈশান মজুমদার।

ছবির একটা বড় অংশ আঁকড়ে আছে পাহাড় ঘেরা উত্তরবঙ্গ। আর তার শুটিংয়েই আগামী ১০ ফেব্রুয়ারি সেখানেই যাচ্ছেন তনুশ্রী ও টিম। ছবিতে তনুশ্রীর চরিত্রের নাম তিলোত্তমা। স্বামীহারা হয়েছেন বছর সাতেক আগে। তিলোত্তমার কুয়াশা ঘেরা জীবন যখন উথালপাথাল ঠিক সেই সময়েই পাহাড়ের গায়ে ঠিকরে পড়া মিঠে রোদের মতো আগমন হয় ঈশানের। যোগ হয় মান অভিমান, একতরফা প্রেমও… শেষ পরিণতি গল্পই বলবে ছবিটি। তনুশ্রী ও ঈশান ছাড়াও ছবিতে রয়েছেন বরুণ চন্দ ও মিঠু চক্রবর্তী। চিত্র নাট্য লিখেছেন অভীক রায় ও সুজয়নীল বন্দ্যোপাধ্যায়। সঙ্গীতে সৌম্য রিত।

এর আগে মুখোশ, রডোডেনড্রনের মতো ছবি পরিচালনা করেছেন অর্ঘ্য। তবে এই তাঁর প্রথম প্রেমের ছবি। কার্শিয়াংয়ে প্রেম কতটা গাঢ় হবে তা তো বলবে সময়ই।

আরও পড়ুন-TV9 বাঙালিয়ানা: বিশ্বায়নের যুগে বাঙালির বাঙালিয়ানা কি বিস্মৃতির পথে?