হায় রে জীবন! দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ‘ত্রিনয়নী’ খ্যাত অভিনেত্রীর
'Trinayani’ actress: পুলিশ সূত্রে খবর, গাড়িটি তিনি চালাচ্ছিলেন না, চালাচ্ছিলেন চালকই। আচমকাই সেটি ডিভাইডারে ধাক্কা দেয়। ওই সময় একটি বাস ডান দিক থেকে এসে ধাক্কা দেয় অভিনেত্রীর গাড়িটিতে।
মাতৃদিবস উপলক্ষে সামাজিক মাধ্যম জুড়ে আজ ভালবাসা যেন উপচে পড়ছে। এরই মধ্যে সামনে এক মর্মান্তিক খবর। গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী পবিত্রা জয়রামের। অন্ধ্র প্রদেশের মহবুব নগরে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন পবিত্রা জয়রাম। সুপারহিট তেলুগু ধারাবাহিক ‘ত্রিনয়নী’তে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করছিলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, গাড়িটি তিনি চালাচ্ছিলেন না, চালাচ্ছিলেন চালকই। আচমকাই সেটি ডিভাইডারে ধাক্কা দেয়। ওই সময় একটি বাস ডান দিক থেকে এসে ধাক্কা দেয় অভিনেত্রীর গাড়িটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পবিত্রার। চালক ও তিনি ছাড়াও ওই গাড়িতে ছিলেন অভিনেত্রীর বোন, ও অভিনেতা চন্দ্রকান্ত। দুর্ঘটনায় তাঁরাও গুরুতর জখম। চলছে চিকিৎসা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
পবিত্রার অকালপ্রয়াণে শোকাহত তাঁর ভক্তরা। ‘ত্রিনয়নী’র মধ্যে দিয়ে ঘরে ঘরে বেশ পরিচিত লাভ করেছিলেন ওই অভিনেত্রী। শুধু ওই ধারাবাহিকই নয়, তেলুগু ধারাবাহিকেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। সেখানেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহঅভিনেতা সমীপ আচার্য। তিনি লেখেন, “তুমি নেই, এই খবর শুনে ঘুম ভাঙল। আমার প্রথম অন স্ক্রিন মা। তুমি সারা জীবন আমার কাছে বিশেষ মানুষ হয়েই থাকবে।”