রিলিজের আগেই সিনেমাহলে ফিল্ম দেখে ফেললেন বরুণ-কৃতি!
সিনেমাহলে এক ভিডিও তোলেন বরুণ ধাওয়ান। সঙ্গে ছিলেন কৃতি শ্যাননও।
স্ত্রী’-এর সাফল্যের পর প্রযোজক দীনেশ বিজন জানিয়ে দেন হরর-কমেডি ইউনিভার্স তৈরি করার দিকে এগচ্ছেন তিনি। মুক্তি পেতে চলেছে দীনেশের প্রযোজনা. রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর অভিনীত ‘রুহি’। আর ২০২২-এ বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যানন অভিনীত ‘ভেড়িয়া’ মুক্তি পাবে। এখন আপাতত সেই শুটিংয়ে ব্যস্ত বরুণ-কৃতি। অরুণাচল প্রদেশে চলছে শুটিং। তবে তারই মাঝে অন্য এক ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে দেখা গেল বরুণ-কৃতিকে। আসন্ন ছবি ‘রুহি’ দেখলেন সিনেমাহলে বসে। পাশে ছিলেন প্রযোজক স্বয়ং। ইটানগরের এক সিনেমাহলে দেখেলেন ছবি।
আরও পড়ুন গত বছর থেকে কী শিক্ষা নিলেন ‘বুম্বাদা’? জানালেন স্বয়ং ‘ইন্ডাস্ট্রি’
নিজের ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেন বরুণ। তিনি জানান, প্রায় এক বছর পর আবার সিনেমাহলে বসে ছবি দেখছেন। তিনি এও জানান আগামী ১১ মার্চ ‘রুহি’ রিলিজ করছে, বরুণ দর্শকদের অনুরোধ করেন যেন তাঁরা সিনেমার পাশে থাকেন এবং সিনেমাটি দেখেন।
ভিডিও পোস্ট করে বরুণ ক্যাপশানে লেখেন, “আমার ‘ভেড়িয়া’ ক্র্যুয়ের সঙ্গে প্রায় এক বছরের বেশি সময়ের পরে আবার সিনেমাহলে। ভাল লাগছে।” কৃতি সেই ভিডিও শেয়ার করে লেখেন, “নেকড়ের দল একসঙ্গে সিনেমা দেখছে, তাও আবার এক বছর পরে। ভেড়িয়ার ক্রুয়ের সঙ্গে থাকতে পেরে খুব খুশি হয়েছি ”
‘ভেড়িয়া’-তে বরুণ-কৃতি ছাড়াও আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দীপক দোব্রিয়াল এবং আরও অনেকে।
শোনা যাচ্ছে ‘স্ত্রী’য়ের প্রিক্যুয়েল নিয়েও কথা চলছে। ছবির নাম ‘মান্ঝা’। সূত্রের খবর, ‘দিল বেচারা’ খ্যাত সঞ্জনা সঙ্ঘী অভিনয় করতে চলেছেন ছবিতে। শোনা যাচ্ছে ‘স্ত্রী’য়ের প্রিক্যুয়েল নিয়েও কথা চলছে। ছবির নাম ‘মান্ঝা’। সূত্রের খবর, ‘দিল বেচারা’ খ্যাত সঞ্জনা সঙ্ঘী অভিনয় করতে চলেছেন ছবিতে।