নির্মলা মিশ্র ভর্তি হাসপাতালে, আজ গায়িকার কোভিড পরীক্ষা

চলতি বছর জুলাই মাসেও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

নির্মলা মিশ্র ভর্তি হাসপাতালে, আজ গায়িকার কোভিড পরীক্ষা
দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
Follow Us:
| Updated on: Dec 27, 2020 | 9:04 AM

হাসপাতালে ভর্তি বর্ষীয়ান গায়িকা নির্মলা মিশ্র। জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন নির্মলা মিশ্র। সূত্রের খবর, আজ রবিবার তাঁর কোভিড টেস্ট হওয়ার কথা রয়েছে। যদিও হাসপাতাল সূত্রে খবর যে গায়িকা শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আজ সকালে গায়িকার সিটিস্ক্যানও হওয়ার কথা রয়েছে। এই দুই পরীক্ষার রিপোর্ট হাতে পেলে তবেই পরবর্তী কী চিকিৎসা করা হবে তা ঠিক করবেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন নির্মলা মিশ্র। তাঁর রক্তচাপ স্বাভাবিক রয়েছে। অক্সিজেনের ঘনত্ব রয়েছে ৯৮ শতাংশ।

জানা গিয়েছে, গতকাল শনিবার আচমকাই গায়িকার রক্তচাপ কমে যায়। শারীরিক সমস্যা দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসক। সেই মতো নির্মলা মিশ্রকে সাদার্ন অ্যাভনিউয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, তাঁর মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়েছে।

অনেকদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন এই প্রবীণা গায়িকা। চলতি বছর জুলাই মাসেও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তখনও তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেবার বেশ কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।

বাংলা গানের স্বর্ণযুগের শিল্পীদের মধ্যে অন্যতম নির্মলা মিশ্র। ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’, ‘ও তোতা পাখি রে’, তাঁর গাওয়া কালজয়ী গানের মধ্যে অন্যতম। প্রবীণা গায়িকার এভাবে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বেগ ছড়িয়েছে গায়িকার ভক্তদের মহলে।