অভিনেতা আরও ফোকাসড, ওয়ার্ক আউট সেশনে ব্যস্ত ভিকি
মোনোক্রোম ছবিতে দেখা যাচ্ছে, ভিকি জিম করছেন। স্পোর্ট লুজ টিশার্ট। মাথায় টুপি।
একের পর এক ছবি রয়েছে ভিকি কৌশলের ফিল্মি পাইপলাইনে। শুটিংয়ে ব্যস্ত অভিনেতা ভিকি কৌশল। কিন্তু তাঁরই মাঝে ওয়ার্ক আউট সেশনের ছবি পোস্ট করলেন নিজের ইনস্টা হ্যান্ডেলে। ‘মনমর্জিয়া’ খ্যাত অভিনেতাকে নিজের পোস্ট করা সাদা-কালো ছবিতে লাগছে আরও ফোকাসড, আরও দৃঢ়।
ক্যাপশনে ভিকি কৌশল লিখেছেন, “একই সময়ে বারবার করা। একই পদক্ষেপ বারবার নেওয়া। একই দোল বারবার খাওয়া। আর চোখ সবসময় (পতাকার ইমোজি)”
আরও পড়ুন ২ এপ্রিল মুক্তি পাচ্ছে না রোহিত শেট্টির বহুপ্রতীক্ষিত ছবি ‘সূর্যবংশী’
মোনোক্রোম ছবিতে দেখা যাচ্ছে, ভিকি জিম করছেন। স্পোর্ট লুজ টিশার্ট। মাথায় টুপি। গত দু’ঘন্টায় দু’লক্ষ লাইকস ছাড়িয়ে গিয়েছে ভিকির ছবি। ভিকিকে ‘ফিট’ থাকতেই হবে। তার জন্য নিয়মিত ডায়েট চার্ট প্রয়োজন এবং সেটা মেনে চললে শরীরস্বাস্থ্য থাকবে একেবারে চাঙ্গা। অক্ষয় আরোরা, অভিনেতা ভিকি কৌশলের পার্সোনাল শেফ। অক্ষয় নিজের ইনস্টা স্টোরিতে ভিকির ব্রেকফাস্ট ডায়েটের এক ঝলকের ছবিও পোস্ট করেন দিন কয়েক আগে।
View this post on Instagram
ইনস্টাগ্রাম স্টেরিতে কিচেনের ছবি পোস্ট করেন অক্ষয় । ছবিতে দেখা যাচ্ছে টেবিলে রয়েছে রেড-গ্রিন-ইয়োলো বেলপেপার, চপড মাশরুম, টোমাটো সস, অলিভ ওয়েল, এবং আটটি ডিম। অক্ষয় আরও লেখেন, ‘আন্দাজ করুন এই ব্রেকফাস্টটি কার?’ অপশনও দিয়ে দেন অক্ষয়। তিনি লেখেন, ‘ভিকি কৌশল না দ্য রক-এর’। শেফ এও বলেন ইতিমধ্যে দুটো ডিম ফাটিয়ে খাওয়াও হয়ে গিয়েছে।
View this post on Instagram
স্টোরিতে কে ঠিক ১০টি ডিম তাঁর ব্রেকফাস্টে খাচ্ছেন তা অবশ্য পরিষ্কার করে বলেননি অক্ষয়। তবে নেটিজেন বুঝতেই পেরে গিয়েছেন আর কেউ নন, ভিকির ব্রেকফাস্ট মেনুতে রয়েছে দশ-দশটি ডিম!
ভিকি কৌশলকে স্ক্রিনে শেষ দেখা গিয়েছিল ‘ভূত: দ্য হন্টেড শিপ’ ছবিতে। সম্প্রতি তিনি ‘ধুম-থ্রি’ খ্যাত পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য ছবির শুটিং শেষ করলেন। ভিকিকে দেখা যাবে ‘মিস্টার লেলে’, ‘সর্দার উধাম সিং’ এবং ‘দ্য ইমর্টাল—অশ্বথামা’ ছবিতে।