গায়ে শ্বেতী নিয়েও দাপিয়ে বেড়ান বলিউডের এই জনপ্রিয় নায়ক, কে তিনি?

Bollywood Actor: গা ভর্তি শ্বেতী বলে বিয়ে ভাঙার ঘটনা এই সমাজে নতুন নয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদল এসেছে মন ও মানসিকতার। এই চর্মরোগ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য আর নয়-- সে বার্তাই বারবার দিয়েছেন বলিউডের এক জনপ্রিয় নায়ক। ছোট থেকেই গায়ে ও দু'হাতে শ্বেতী তাঁর।

গায়ে শ্বেতী নিয়েও দাপিয়ে বেড়ান বলিউডের এই জনপ্রিয় নায়ক, কে তিনি?
Follow Us:
| Updated on: Aug 29, 2024 | 9:26 PM

গা ভর্তি শ্বেতী বলে বিয়ে ভাঙার ঘটনা এই সমাজে নতুন নয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদল এসেছে মন ও মানসিকতার। এই চর্মরোগ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য আর নয়– সে বার্তাই বারবার দিয়েছেন বলিউডের এক জনপ্রিয় নায়ক। ছোট থেকেই গায়ে ও দু’হাতে শ্বেতী তাঁর। সিনেমার প্রয়োজনে তা অনেক সময়েই ঢাকতে হয়েছে তাঁকে। কিন্তু তাই বলে সেই সিনেমার প্রচার বা সাক্ষাৎকারে তা কখনওই লুকিয়ে আসেননি তিনি। কে তিনি জানেন? ‘ডার্লিংস’, ‘জানেজা’র খ্যাত অভিনেতা বিজয় বর্মা, যার আরও এক পরিচয় রয়েছে– তিনি অভিনেত্রী তামান্না ভাটিয়ার প্রেমিকও বটে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় জানান, কোনওদিনই এই চর্মরোগ নিয়ে বিশেষ ভাবিত হন না তিনি। তাঁর কথায়, “এই শ্বেতী বা চর্মরোগ কোনওদিনই কারও জীবন বদলে দিতে পারে না।” তিনি অভিনেতা, শ্বেতীর কারণে কোনওদিন কি শো-বিজে কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে? কেরিয়ারের ক্ষেত্রে এসেছে অসুবিধে? তিনি যোগ করেন, “অবাক লাগবে যদি এই সামান্য জিনিসটি আমার কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। আমি কাজ করছি, সাফল্য পাচ্ছি, এই নিয়ে ভাবিইনি।” তবে ক্যামেরার সামনে দাঁড়ালে চরিত্রের প্রয়োজনে অনেক সময়েই তা ঢেকে রাখতে হয় তাঁকে। তাঁর এই চর্মরোগ নিয়ে অহেতুক কৌতূহল আদপে পছন্দ নয় তাঁর। তিনি বলেন, “আমি যা দেখাতে চাই তার বাইরে গিয়ে আমার দর্শক অন্য কিছু নিয়ে আলোচনা করুক তা আমার আদপে পছন্দ নয়।”

এই মুহূর্তে হাতে একগুচ্ছ কাজ রয়েছে বিজয় বর্মার। অনুভব সিনহার আগামী সিরিজে দেখা যাবে তাঁকে। ওই সিরিজে তিনি ছাড়াও রয়েছেন পঙ্কজ কাপুর, নাসিরুদ্দিন শাহ, দিয়া মির্জা ও পত্রলেখা।