‘আর কতক্ষণ’, সৌরভকে নিয়ে বড় অভিমান ডোনার
Sourav-Dona Secrets: সৌরভ ক্রিকেট মাঠের নায়ক। তাঁর অধিনায়কত্বে তৈরি হয় টিম ইন্ডিয়া। বাঙালি ক্রিকেটার হিসেবে বাঙালিদের, তথা দেশের নাম উজ্জ্বল করেছেন মানুষটা। অন্যদিকে ডোনা নামকরা নৃত্যশিল্পী। অনেক ছোট বয়সে প্রেম করেই বিয়ে করেছিলেন সৌরভ-ডোনা। কিন্তু মহারাজের বিরুদ্ধে অভিমান জমে ডোনার...
৫০ বছর বয়স হতে না-হতেই না ফেরার দেশে চলে গিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি পরিচালক ঋতুপর্ণ ঘোষ। তাঁর সঞ্চালনায় এক সময় সম্প্রচার হত ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’ চ্যাট শোটি। সেই শোয়ে একবার এসেছিলেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় এবং তাঁর স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। ঋতুপর্ণর কাছে মন খুলে কিছু কথা শেয়ার করেছিলেন সৌরভ-ডোনা। সেখানেই সৌরভ জানিয়েছিলেন, ডোনার নাচের শো তিনি দেখতে যান না। কারণও জানিয়েছিলেন।
সৌরভের কাছে জানতে চেয়েছিলেন ঋতুপর্ণা, “তাঁদের দু’জনের কমন ইন্টারেস্ট কী?” মজা করে মহারাজের উত্তর ছিল, তাঁদের কোনও কমন ইন্টারেস্ট নেই। উত্তর শুনে আকাশ থেকে পড়েছিলেন ঋতুপর্ণ। জিজ্ঞেস করেছিলেন, তা হলে কীসের টানে একসঙ্গে সংসার করছেন তাঁরা? সৌরভের উত্তর ছিল আরও অবাক করা। বলেছিলেন, তাঁদের একসঙ্গে থাকতে হয় বলেই থাকছেন।
সৌরভ ক্রিকেট মাঠের নায়ক। তাঁর অধিনায়কত্বে তৈরি হয় টিম ইন্ডিয়া। বাঙালি ক্রিকেটার হিসেবে বাঙালিদের, তথা দেশের নাম উজ্জ্বল করেছেন মানুষটা। পরবর্তী সময় বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদেও থেকেছেন তিনি। অন্যদিকে ডোনা নামকরা নৃত্যশিল্পী। অনেক ছোট বয়সে প্রেম করেই বিয়ে করেছিলেন সৌরভ-ডোনা। চ্যাট শোতে এসে সৌরভের সহজ স্বীকারোক্তি- তিনি ডোনার নাচের অনুষ্ঠানে তেমন একটা যান না। কারণও জানিয়েছিলেন। বলেছিলেন, সেখানে গেলেই তাঁকে মানুষ ঘিরে ধরবে। বলেছিলেন, “ওই সময়টা আমি বাড়িতেই থাকি। আমার কাছে চয়েজ় আছে।”
সৌরভের জবাব শুনে চুপ থাকেননি ডোনাও। বলেছিলেন, “ও আমার নাচ দেখে না। আবার প্র্যাকটিসের সময় এসে বলে, আর কতক্ষণ?”