‘ঐশ্বর্যকে ছবি করতে দিন, আরাধ্যাকে আপনি দেখুন’, শোনা মাত্রই যা বললেন অভিষেক…
Abhishek Bachchan: দীর্ঘদিন ধরে ঐশ্বর্যের ছবির অপেক্ষায় দিনগুনেছেন ভক্তরা। যার খানিক দায় আবার অভিষেকের কাঁধেও চাপাচ্ছেন অনেকে। অভিষেক ঐশ্বর্যের সম্পর্ক নিয়ে নানা জনের নানা মত। গত একবছরে একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছে তাঁদের বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গ। যদিও মাঝে মধ্যে একসঙ্গেও দেখা যাচ্ছে জুটিকে।
ঐশ্বর্য রাই বচ্চন। কেরিয়ারের শুরু থেকেই একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। নজর কেড়েছেন সকলের। তবে একটা সময়ের পর কোথায় যেন হারিয়ে গেলেন বিশ্ব সুন্দরী। বিয়ের পর সন্তান হতেই একপ্রকার অবসর। মাঝে মধ্যে এক-আধটা ছবিতে তাঁর দেখা মিটলেও তাঁর মতো স্টারের পর্দা থেকে এই দূরত্ব বজায় রাখায় রীতিমত অখুশি সকলেই। দীর্ঘদিন ধরে ঐশ্বর্যের ছবির অপেক্ষায় দিনগুনেছেন ভক্তরা। যার খানিক দায় আবার অভিষেকের কাঁধেও চাপাচ্ছেন অনেকে। অভিষেক ঐশ্বর্যের সম্পর্ক নিয়ে নানা জনের নানা মত। গত একবছরে একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছে তাঁদের বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গ। যদিও মাঝে মধ্যে একসঙ্গেও দেখা যাচ্ছে জুটিকে।
তবে বচ্চন পরিবারে পা রাখার পর যে ঐশ্বর্যের ক্যামেরার সামনে হাজিরা কমেছে, সেই বিষয় দ্বিমত প্রশন করেন না কেউই। অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির সময়ই শোনা গিয়েছিল ঐশ্বর্যের ছবি করা নাকি পছন্দ করছে না এই পরিবার। সেই সূত্রেই একবার অভিষেক বচ্চন এমনই প্রশ্নের মুখোমুখি পড়তে হয়। স্ত্রীকে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলেন অভিষেক বচ্চন। তারই কমেন্ট বক্সে একজন লেখেন, এখন ঐশ্বর্যকে আরও ছবি করতে দিন, আর সন্তান আরাধ্যার যত্ন আপনি রাখুন। যে কমেন্ট পড়ে মোটেও চুপ থাকলেন না অভিষেক বচ্চন। তিনিও উত্তরে স্পষ্ট লিখলেন, ছবি করতে দিন? স্যার, ওর কোনও কিছু করার ক্ষেত্রেই কারও অনুমতির প্রয়োজন নেই। বিশেষ করে যেটা ও করতে ভালবাসে।