বন্ধু হিসাবে শাহরুখ খান কেমন? জানালেন করণ জোহর
করণ জোহর এবং কিং খান দু'জন বন্ধু হলেও অনেক সময় রাগ করে শাহরুখকে ছবি থেকে বাদ দেন করণ।
করণ জোহর এবং শাহরুখ খান। ইন্ডাস্ট্রির দুই হরিহর আত্মা। দু’জনেই খুব ভাল বন্ধু। কিন্তু বন্ধু হিসাবে শাহরুখ খান ঠিক কতটা ভাল তা নিজের বইতে জানিয়েছেন করণ জোহর।
বন্ধু হিসাবে কেমন কিং খান? করণ স্পষ্ট জানিয়েছেন শাহরুখ বন্ধু হিসাবে খুব ‘পজেজিভ’। একটু নাছোড়বান্দা। তাঁকে ছাড়া ছবি করার কথা ভাবলেই করণের ওপর অভিমান করেন কিং খান। করণ অবশ্য তাঁর বইতে স্বীকার করেছেন তিনি তখনই শাহরুখ খানকে বাদ দিয়ে ছবি করার কথা ভাবেন যখন ওঁর মনে হয় কিং খান তাঁকে তেমন আগের মত পাত্তা দিচ্ছেন না। তখন করণের আবার গোসা হয়। তিনি রাগ করে কিং খানকে বাদ দিয়ে দেন। করণ মজা করে বইতে লিখেছেন, “কোনও কারণ ছাড়াই আমরা দুই বন্ধু একে অপরের জন্য দুঃখ পাই।”
View this post on Instagram
কতদিন থাকে দুই বন্ধুর মন কষাকষি? করণ জানিয়েছেন বেশিদিন না। কিছুদিন পরেই গুপ্ত-রাগ গলে জল হয়। করণ জোহর ছবি করা শুরুই করেন বন্ধু শাহরুখ খানকে নিয়ে। ‘কুছ কুছ হোতা হ্যায়’ সুপার-ডুপার হিট। এরপর তাঁরা একসঙ্গে ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’ করেছেন। তারপর অবশ্য দুই বন্ধু বেশ কয়েক বছর একসঙ্গে ছবি করেননি।
আরও পড়ুন :‘কখনও কখনও মনে হয়, আমি ছেলে’, সুজানের এ হেন মন্তব্যে কী বললেন হৃতিক?
শাহরুখ খান অবশ্য প্রায় বছর দুই ছবি করেননি। ‘জিরো’-র পর দীর্ঘ বিরতি। সম্প্রতি তিনি ব্যস্ত ‘পাঠান’-এর শুটিং নিয়ে। যশরাজ ফিল্মসের এই ছবিতে কিং খান ছাড়াও আছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন সলমন খান।