‘দর্শক হিংস্র হয়ে উঠছে…’, কোন অভিমান থেকে বলিউড ছাড়েন লাকি আলি.?

Lucky Ali: আজও কখনও সমুদ্র সৈকতে, কখনও জামায়তে তাঁকে ভাঙা গলায় সেই গানগুলো ধরতে শোনা যায়, যা সকলের কাছে নস্ট্যালজিয়া। কিন্তু জানেন কি, একটা সময় লাকি আলি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি বলিউড ছেড়ে দেবেন। তিনি বলিউডে আর কাজ করবেন না।

'দর্শক হিংস্র হয়ে উঠছে...', কোন অভিমান থেকে বলিউড ছাড়েন লাকি আলি.?
Follow Us:
| Updated on: Sep 19, 2024 | 3:49 PM

লাকি আলি, বলিউডে একটা সময় যাঁর গান রাজত্ব করেছে লক্ষ লক্ষ মানুষের মনে, একটা সময় তিনিই যেন কোথায় হারিয়ে গেলেন। সত্যি কি হারিয়ে গেলেন, নাকি কোথাও গিয়ে অভিমানে সরে গেলেন ইন্ডাস্ট্রি থেকে? তা নিয়ে কোথাও গিয়ে প্রশ্ন থেকেই যায় অনুরাগীদের মনে। ‘কহো না পেয়ার হ্যায়’ ছবিতে যাঁর ‘এ আম্বে ও’ গান রাতারাতি হয়ে উঠেছিল শহরের ভালবাসার গান। ১৯ সেপ্টেম্বর, ৬৪ বছরে পড়লেন গায়ক। আজও তাঁর বেশ কিছু গান তাঁর কণ্ঠে শুনতে পছন্দ করেন সঙ্গীত প্রেমীরা। আজও কখনও সমুদ্র সৈকতে, কখনও জামায়তে তাঁকে ভাঙা গলায় সেই গানগুলো ধরতে শোনা যায়, যা সকলের কাছে নস্ট্যালজিয়া। কিন্তু জানেন কি, একটা সময় লাকি আলি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি বলিউড ছেড়ে দেবেন। তিনি বলিউডে আর কাজ করবেন না।

২০১৭ সালে এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তাঁকে মুখ খুলতে শোনা যায়। লাকি আলি বলেছিলেন, ‘এই জায়গায় অনেক বেশি বদমায়শি হয়। বলিউড পাল্টে গিয়েছে। যে ছবিগুলো এখন বানানো হচ্ছে, সেগুলোর অনুপ্রাণিত করার ক্ষমতা কমছে। আমার মনে হয় এগুলো থেকে শেখার কিছুই থাকে না।’

তিনি আরও জানান, বর্তমানে যে ধরনের বি তৈরি করা হচ্ছে, তা কোথাও গিয়ে তাঁর ভাল লাগছে না। এই ছবিগুলো প্রজন্মের ওপর খারাপ প্রভাব ফেলছে। ছবিতে যা দেখানো হচ্ছে তা দেখে মানুষ হিংস্র হয়ে উঠছে। ফলে একটা সময় তিনি নিজেকে সরিয়ে নেন, যদিও সঙ্গীতের সঙ্গে তাঁর সফর থামেনি। তিনি এখনও কাজ করে চলেছেন ছবি নিয়ে। বর্তমানে তিনি গোয়াতে থাকেন সময় পেলেই গান ধরেন, নিজের ভাল লাগার জন্যে।