নুসরতের গোপন তথ্য ফাঁস মিমির, সকলের সামনে এ কী বললেন?

Tollywood Gossip: দুই অভিনেত্রী একই সময় রাজনীতির ময়দানে পা রেখেছিলেন। পাঁচ বছরের মাথায় দুজনেই তাঁরা রাজনীতির ময়দানে নেই। দীর্ঘ সময় ধরে তাঁদের একে অন্যের বাড়িতে ছিল আসা যাওয়া, গোপন সমস্ত কথাই তাঁরা একে অন্যকে বলতেন।

নুসরতের গোপন তথ্য ফাঁস মিমির, সকলের সামনে এ কী বললেন?
Follow Us:
| Updated on: Jun 23, 2024 | 7:33 PM

মিমি চক্রবর্তী ও নুসরত জাহান, টলিপাড়ার অন্যতম দুই চর্চিত নাম। তাঁদের কেরিয়ার গ্রাফ একটা সময় একই পথে এগিয়েছিল। টলিউডে প্রতিষ্ঠিত দুই অভিনেত্রী একই সময় রাজনীতির ময়দানে পা রেখেছিলেন। পাঁচ বছরের মাথায় দুজনেই তাঁরা রাজনীতির ময়দানে নেই। দীর্ঘ সময় ধরে তাঁদের একে অন্যের বাড়িতে ছিল আসা যাওয়া, গোপন সমস্ত কথাই তাঁরা একে অন্যকে বলতেন। টলিপাড়ার চর্চিত বনুয়া। নিজেদের মধ্যে সেই সম্পর্কের সমীকরণ কেমন, তা নিয়ে একবার প্রকাশ্যে মুখ খুলেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অপুর সংসার টক শোয়ে এসে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন তিনি। টক শোয়ের সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায় প্রশ্ন করেছিলেন নুসরতের এমন কোনও গোপন সত্যি, যা কেউ জানেন না…।

উত্তরে হাসতে হাসতে মিমি চক্রবর্তী জানিয়েছিলেন, নুসরত খুব সহজেই ঘুমিয়ে পড়তে পারেন। তিনি নিজেও দাবি করেন, ”আমিও পারি, তবে ও একটু বেশি পারে। মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যায়। ভুলেই যায় ও নায়িকা, ওকে সংলাপ বলতে হবে। হঠাৎ করে রোলিং বলার সঙ্গে সঙ্গে খুব সহজেই ও প্রশ্ন করতে পারে, আমায় কী যেন করতে হবে।”

এখানেই শেষ নয়, এদিন মিমি চক্রবর্তী এও বলেন, য়ে নুসরত অনেকভাবে তাঁকে বাঁচিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে অনেক ক্ষেত্রে এমন হয়েছে, তাঁকে কোনও কারণে তাঁর মা দরে ফেলেছেন, মিমি চুপ, তখন ফোন যেন নুসরতের কাছে, নুসরতও বলে দিতেন, ”না কাকিমা ও তো ওখানে ছিলই না”। শুধু তাই নয়, খবরের কাগজে তেমন কিছু বেরলেই নুসরত তাঁকে ফোন করে বলতেন, ”ঘুমচ্ছিস নিশ্চয়ই। আগে কাগজটাকে লুকিয়ে ফেল।” এমনটাই এই জুটির মধ্যে সম্পর্কের সমীকরণ।