সলমনের বিয়ে, ৫ দিন আগেই চরম অঘটন, কোথায় তখন ঐশ্বর্য?
Salman Khan Wedding: সলমন খানের বাড়িতে কার্ড পৌঁছে গিয়েছে বাড়িতে বাড়িতে। কীভাবছেন, সত্যি নয়? না, এটাই সত্যি, সব ঠিক থাকলে সলমন খান এতদিনে বিয়েই পিঁড়িতে বসে যেতেন। সাল ১৯৯৯। পাত্রীর নাম সঙ্গীতা বিজলানি।
অবিবাহিত থাকতেন না সলমন, কারণ তিনি বিয়ের জন্যে রীতিমত রাজি হয়ে গিয়েছিলেন। খান পরিবারে বিয়ের সানাই বাজার আগেই সবটা ভেস্তা যায় সলমন খানের জন্যেই। যা নিয়ে একাধিক খবর বলিউডের অন্দরমহলে বর্তমান। ঠিক কী ঘটেছিল? সলমন খানের বিয়ে বলে কথা। দীর্ঘদিন ধরে যে প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন দর্শকেরা। তিন খানের মধ্যে দুই খানের ভাগ্যে বিয়ে থাকলেও ভাইজানের কবে বাজবে বিয়ের সানাই? অনেকেই হয়তো জানেন না, যে সলমন খানেক বিয়ের সানাই ইতিমধ্যেই বেজে গিয়েছে। ভেনু থেকে মেনু সব ঠিক। পাত্রীর শপিং শুরু।
সলমন খানের বাড়িতে কার্ড পৌঁছে গিয়েছে বাড়িতে বাড়িতে। কীভাবছেন, সত্যি নয়? না, এটাই সত্যি, সব ঠিক থাকলে সলমন খান এতদিনে বিয়েই পিঁড়িতে বসে যেতেন। সাল ১৯৯৯। পাত্রীর নাম সঙ্গীতা বিজলানি। সাজিদ নাদিওয়ালা, সলমন খানের ভীষণ কাছের বন্ধু। তিনিই জানিয়েছিলেন, সলমন তাঁকে নাকি বলেছিলেন, ”আমি আমার জীবন সঙ্গী পেয়ে গিয়েছি, ১৮ নভেম্বর বাবার জন্মদিনে বসছি বিয়ের পিঁড়িতে।”
সলমন খানের কথায় সকলে ভীষণ খুশি হয়েছিলেন। সকলেই দ্রুত ব্যবস্থা করতে থাকে। আয়োজনে যাতে কোনও ফাঁক না থাকে। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হল না। কারণ ভাগ্যের লিখন ছিল অন্য কিছু। তবে খুব বেশি দিন তিনি নিজের আবেগ ধরে রাখতে পারেননি। বিয়ের ঠিক ৫ দিন আগে সলমন খান জানিয়ে দিয়েছিলেন তিনি বিয়ে করছেন না। কারণ হিসেবে জানিয়েছিলেন, তাঁর নাকি মুড নেই, অর্থাৎ ইচ্ছে নেই। সেই কারণে তিনি বিয়ে করতে পারবেন না। সকলেই ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন। সাজিদ আরও জানিয়েছিলেন, তাঁর বিয়েতেও সলমন খান কানে কানে এসে বসেছিলেন, ”বাইরে গাড়ি রয়েছে, চাইলে তুমিও পালিয়ে যেতে পারো।” তখন কোথায় ঐশ্বর্য রাই? তিনি তখনও সলমনের জীবনে প্রবেশই করেননি। পরবর্তীতে যে সম্পর্কের খবর ঝড় তোলে বলিউডের অন্দরমহলে।