শাহরুখের ছবিতে নায়িকাদের সংলাপ শাহরুখের থেকেও বেশি!
আপনি তো শাহরুখের প্রায় সব ছবি দেখে ফেলেছেন। কোনও কোনওটা আবার একাধিকবার দেখেছেন হয়তো। কিন্তু এই ছোট্ট বিষয়টা কখনও খেয়াল করেছিলেন কি?
শাহরুখ খান (Shah Rukh Khan)। নামটা শুনলেই কি ‘কুছ কুছ হোতা হ্যায়’? না! আপনার বয়স কত, সে কেউ জানতে চাইবে না। ১৮ হোক বা ৫৮, শাহরুখ খানকে দেখলে মনের ভিতর এ হেন প্রেম জেগে উঠতেই পারে। শাহরুখ ভক্ত হলে সে তো স্বাভাবিক। কিন্তু শাহরুখের অতি বড় ভক্তও বোধহয়, একটা ছোট্ট জিনিস খেয়াল করেননি। সেটা কী বলুন তো?
শুনলে অবাক হবেন, শাহরুখের ছবিতে অভিনেতার থেকে নাকি মহিলা সহ অভিনেত্রীরা বেশি কথা বলেছেন। অর্থাৎ অভিনেত্রীর সংলাপের ভাগ ছিল বেশি! আপনি তো শাহরুখের প্রায় সব ছবি দেখে ফেলেছেন। কোনও কোনওটা আবার একাধিকবার দেখেছেন হয়তো। কিন্তু এই ছোট্ট বিষয়টা কখনও খেয়াল করেছিলেন কি?
For #DesperatelySeekingShahRukh, I measured how much women speak in Hindi films. I can’t use all the numbers for the book, my plan is to share here. I’ll post detailed tables soon but on the eve of #InternationalWomensDay , sharing summary analytics.
— Shrayana B (@BShrayana) March 7, 2021
শরণ্যা ভট্টাচার্য পেশায় লেখিকা। তাঁর চোখে পড়েছে এমন আজব তথ্য। শরণ্যার নতুন বই ‘ডেসপারেটলি সিকিং শাহরুখ’-এ ধরা আছে এই বিষয়টি। লেখার প্রয়োজনে ১৯৯৫ থেকে ২০২০ পর্যন্ত সময়টা গবেষণার জন্য বেছে নিয়েছিলেন তিনি। এই সময়কালে শাহরুখ, সলমন এবং আমির তিন খান অভিনেতার ছবি নিয়ে গবেষণা করেছেন শরণ্যা। বেছে নিয়েছিলেন বক্স অফিস সফল ছবিগুলি। গবেষণার পর চারটি বিষয় শরণ্যার নজরে এসেছে।
1. Women speak the most in Shah Rukh’s movies (simply because chatting is important to the storyline and there are more women in his films).
— Shrayana B (@BShrayana) March 7, 2021
প্রথমত, শাহরুখের ছবিতে মহিলাদের সংলাপ অনেক বেশি। কারণ শাহরুখের বেশির ভাগ ছবিই সংলাপ নির্ভর। আর চিত্রনাট্য অনুযায়ী বহু মহিলাকে কাস্ট করেছেন বিভিন্ন পরিচালক। দ্বিতীয়ত একটি আড়াই ঘণ্টার ছবিতে গড়ে প্রায় ২৫ মিনিট বা তার বেশি মহিলারা কথা বলেছেন! উদাহরণ হিসেবে উঠে এসেছে ১৯৯৫-এ মুক্তিপ্রাপ্ত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-র মতো ছবি। যেখানে মহিলা চরিত্রের সংখ্যা ছিল অনেক বেশি। আবার উল্টোপিঠে রয়েছে হৃতিক রোশন, টাইগার শ্রফ, বাণী কাপুর অভিনীত ‘ওয়ার’-এর মতো ছবি। যেখানে মহিলাদের সংলাপ বেশ কম।
গবেষণা করতে গিয়ে শরণ্যা দেখেছেন, কোনও কোনও ছবির প্রায় অর্ধেক জুড়ে রয়েছেন অভিনেত্রী। আর তাঁর সংলাপ এক তৃতীয়াংশ। উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন, রাজকুমার হিরানি পরিচালিত ২০১৪-এ মুক্তিপ্রাপ্ত আমির খান এবং অনুষ্কা শর্মা অভিনীত পিকে ছবিটির কথা। যদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবুও গোটা ছবিতে অনুষ্কার সংলাপের সময়সীমা যোগ করলে তা দাঁড়ায় ৩৫ মিনিট।
4.1 Many “multiplex” films and web-series do feature women’s voices, but “mass” films with equal female dialogue no longer dominate box office records –DDLJ, with tons of female dialogue (no matter how patriarchal) was the biggest hit of 1995.
— Shrayana B (@BShrayana) March 7, 2021
শরণ্যার এই বইটি মুক্তি পাবে চলতি বছরের অক্টোবরে। প্রকাশক ‘হারপার কলিনস্’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন প্রজন্মের মহিলারা কীভাবে শাহরুখ খানকে ভালবেসেছেন। কীভাবে শাহরুখের ছবি, গান, চরিত্র এমনকি সাক্ষাৎকারও মহিলারা ভালবেসে দেখেছেন। সব মিলিয়ে বেশ কিছু নতুন তথ্যের সন্ধান নিয়ে আসছে এই বই। অন্তত এমনটাই দাবি করছেন কর্তৃপক্ষ।
আরও পড়ুন, ‘রাম সেতু’-র মহরতে অযোধ্যায় হাজির গোটা টিম