২২ বছরের পুরনো স্মৃতিতে ডুব, চিনতে পারছেন টলিপাড়ার নায়ককে?
Tollywood: চোখে মোটা কালো ফ্রেমের চশমা। পরনে স্ট্রাইপ শার্ট। আর হাতে একটা ব্যাট। ছবি দেখে বোঝা যাচ্ছে বাড়ির ভিতরেই ক্রিকেট খেলছেন তিনি। চিনতে পারছেন অভিনেতাকে? ইনি বর্তমানে টলিপাড়ার অন্যতম জনপ্রিয় নায়ক। সে সময় কে ভেবেছিলেন তাঁকে সবাই চিনবেন। কলকাতার ছেলে নন তিনি। শহর থেকে অনেকটা দূরেই তাঁর বেড়ে ওঠা। চিনতে পারছেন নায়ককে?
চোখে মোটা কালো ফ্রেমের চশমা। পরনে স্ট্রাইপ শার্ট। আর হাতে একটা ব্যাট। ছবি দেখে বোঝা যাচ্ছে বাড়ির ভিতরেই ক্রিকেট খেলছেন তিনি। চিনতে পারছেন অভিনেতাকে? ইনি বর্তমানে টলিপাড়ার অন্যতম জনপ্রিয় নায়ক। সে সময় কে ভেবেছিলেন তাঁকে সবাই চিনবেন। কলকাতার ছেলে নন তিনি। শহর থেকে অনেকটা দূরেই তাঁর বেড়ে ওঠা। তবে ছোট থেকে নাচে খুবই পারদর্শী ছিলেন তিনি। এবার কি চিনতে পারছেন নায়ককে?
তবে এখন তিনি যে শুধু অভিনেতা সে কথা বললে ভুল বলা হবে। সদ্য নতুন প্রযোজনা সংস্থাও খুলেছেন তিনি। তবে এখনও পর্যন্ত শুধু একটাই ছবি প্রযোজনা করেছেন তিনি। এবার কি বুঝতে পারলেন কার কথা বলা হচ্ছে? আরও একটা ক্লু দেওয়া যেতে পারে। এখনও পর্যন্ত রাজনীতির রঙ লাগেনি তাঁর গায়ে। এবার আন্দাজ করতে পারছেন। একদমই ঠিক। তিনি হলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। তাঁর নাচ অনেকেরই প্রিয়। সবাই যথেষ্ট প্রশংসাও করেন তাঁর এই প্রতিভার।
View this post on Instagram
সম্প্রতি চারিদিকে ছড়িয়ে পড়েছে অঙ্কুশের ছোটবেলার ছবি। তাঁর পুরো ছোটবেলাটাই কেটেছে বর্ধমানে। সেখানের স্কুলেই পড়াশোনা করতেন নায়ক। তার পর কলেজে পড়ার সময় চলে আসেন কলকাতায়। তবে ছোটবেলা থেকেই নাচ করতেন অভিনেতা। তাই স্কুলেও তাঁর বেশ নামডাক ছিল। ছোটবেলা থেকে তিনি যে খুব দুরন্ত ছিলেন তেমনটা নয়। তবে খেলাধুলোর প্রতিও যে ঝোঁক ছিল এই ছবি সে কথাই বলে। শনিবার নিজেই ফিরে গেলেন নায়ক তাঁর ছোটবেলায়। ছোট পোস্ট করে লিখে দিলেন কোন সালে তোলা এই ছবি। প্রায় ২২ বছরের পুরনো এই ছবি। তাঁর এই ছবি মন্তব্যে ভরে গিয়েছে। এক জন লিখেছেন,”আমার ছোট্ট দাদা।” উল্লেখ্য, এই মুহূর্তে তেমন কোনও ছবিতে দেখা যাচ্ছে না নায়ককে। তাঁকে দর্শক শেষ দেখেছিলেন ‘মির্জা’ ছবিতে।