Diabetes Symptoms: ডায়াবেটিসে আক্রান্ত? দৃষ্টিশক্তি অবধি হারাতে হতে পারে
Diabetes: কিডনিকে বলা হয় 'সাইলেন্ট কিলার।' কিডনি ক্ষতিগ্রস্থ হলে আপনার অজান্তেই সে যে একাধিক বিপদ ডেকে আনছে আপনি তা আঁচও করতে পারবেন না।
ডায়াবেটিসের (Diabetes) প্রকোপ উত্তরোত্তর বেড়েই চলেছে। সেই সঙ্গেই বৃদ্ধি পাচ্ছে ডাইবেটিজনিত জটিলতা। ডায়াবেটিস সম্পর্কে এখন কমবেশি পরিচিত সবাই। তবে ডায়াবেটিস যে মৃত্যুঝুঁকি পর্যন্ত বাড়ায় তা অনেকেরই অজানা। অথচ জীবনযাপনে কিছু পরিবর্তন আনলেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। মূলত রক্তে গ্লুকোজের (Glucose) পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিস হয়। আপনি যদি হাই ব্লাড সুগার (High Blood Sugar) বা ডায়াবেটিসে আক্রান্ত হন তাহলে আপনার অজান্তেই শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্থ হচ্ছে আর আপনি টেরও পাচ্ছেন না। শরীরে ডায়াবেটিস বাসা বাঁধলে অনেকসময় প্রথমেই তার লক্ষণ ফুটে ওঠে না ফলে বিপদ আরও বাড়ে। আবার অনেকসময় ডায়াবেটিসের লক্ষণ বা উপসর্গ দেখা যায়। জেনে নিন, ডায়াবেটিস হলে কোন লক্ষণ গুলি দেখা যায় এবং তাতে শরীরের কোন অঙ্গ গুলি ক্ষতিগ্রস্থ হয়।
চোখ: ডায়াবেটিসে আক্রান্ত হলে সবার আগে ক্ষতিগ্রস্থ হয় চোখ। ডায়েবেটিস রেটিনোপ্যাথি চোখের অন্যতম গুরুতর একটি সমস্যা। এছাড়াও ডায়াবেটিসের কারণে কনজাংটিভার ক্ষতি হয়। অতিরিক্ত ডায়াবেটিস দৃষ্টিশক্তির উপর প্রভাব ফেলে। চোখে ছানির কারণও কিন্তু এই ডায়াবেটিস। এমনকি জুভেনাইল ডায়াবেটিসে আক্রান্তদের খুব অল্প বয়সেই চোখে ছানি পড়ে। বিশেষজ্ঞদের মতে, প্রথম থেকে কড়া হাতে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ না করলে পরে দৃষ্টিশক্তি পর্যন্ত হারাতে হতে পারে।
হার্ট: অত্যধিক ডায়াবেটিস সরাসরি আমাদের হৃদপিণ্ডের ক্ষতি করে। যে কোনও ধরণের হার্টের সমস্যার অন্যতম কারণ হল এই ডায়াবেটিস। রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে তা সরাসরি রক্তনালীর ক্ষতি করে। রক্তনালীই আমাদের মস্তিষ্ক ও হার্টে অক্সিজেনের যোগান দেয়। তাই খুব স্বাভাবিক ভাবেই রক্তনালী ক্ষতিগ্রস্থ হলে তার প্রভাব পরে হার্টের উপর। এতে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়।
কিডনি: কিডনিকে বলা হয় ‘সাইলেন্ট কিলার।’ কিডনি ক্ষতিগ্রস্থ হলে আপনার অজান্তেই সে যে একাধিক বিপদ ডেকে আনছে আপনি তা আঁচও করতে পারবেন না। আর ডায়াবেটিসের প্রভাব কিন্তু কিডনির উপরও পরে। অত্যধিক ডায়াবেটিসের ফলে ডায়াবেটিক কিডনি রোগের মতো জটিল রোগ দেখা দেয়।
পা: ডায়াবেটিসের ফলে রক্তসঞ্চালনে প্রভাব পরে। ফলে অনেকসময়ই পায়ের বিভিন্ন অংশ ফুলে যায়। এটিকে আমরা সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাই। এতেই বিপদ বাড়ে। কারণ অনিয়ন্ত্রত ডায়াবেটিসের কারণেই এই ধরণের সমস্যা হয়। এছাড়াও ডায়াবেটিস স্নায়ুর ক্ষতি হয় বলে অনেকসময় পা অবশ হয়ে আসে এবং সেই সঙ্গেই পায়ে কোনোও ব্যথা বা কিছু অনুভূতি থাকে না এটিও ডায়াবেটিসেরই লক্ষণ।
যে সব সাধারণ লক্ষণ দেখলে সতর্ক হতে হবে:
১. ঘন ঘন প্রস্রাব পাওয়া ২. খিদে বেড়ে যাওয়া ৩.দুর্বল লাগা ৪. মিষ্টিজাতীয় খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।