Dengue: কলকাতায় ৮০০ ছাড়িয়েছে রোগীর সংখ্যা, ডেঙ্গির প্রকোপ রুখতে শহরে ড্রোন ওড়াবে পুরসভা

Dengue Outbreak: কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। হাওড়া পুর এলাকায় এখনও পর্যন্ত ৩৮২ জন ডেঙ্গিতে আক্রান্ত এবং মৃত্যু হয়েছে তিন জনের।

Dengue: কলকাতায় ৮০০ ছাড়িয়েছে রোগীর সংখ্যা, ডেঙ্গির প্রকোপ রুখতে শহরে ড্রোন ওড়াবে পুরসভা
ডেঙ্গি নিয়ে চিন্তায় রাজ্য
Follow Us:
| Edited By: | Updated on: Sep 13, 2022 | 7:44 PM

রাজ্য জুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় দশ হাজার। চলতি মাসের গোড়ার দিকেই সংখ্যাটা আট হাজার পেরিয়ে গিয়েছিল। স্বাস্থ্য দফতরের জনস্বাস্থ্য বিভাগের আধিকারিকেরা জানান, ২০১৭ থেকে ২০২১ পাঁচ বছরের মধ্যে এ বছর সেপ্টেম্বরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। উৎসবের মরসুম শুরু হলেও ভাল নেই কলকাতা শহর। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ২৫টি ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ সবচেয়ে বেশি। ইতিমধ্যে ৮০০ ছাড়িয়েছে ডেঙ্গি সংক্রমণ। তাই আজ, মঙ্গলবার থেকে এই সমস্ত ওয়ার্ডে ‘ফিভার ক্যাম্প’ চালু করা হচ্ছে।

এই ডেঙ্গিপ্রবণ ২৫টি ওয়ার্ড ফিভার ক্যাম্প আগামী কয়েক দিনের জন্য খোলা থাকবে। ডেঙ্গির এই ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফিভার ক্যাম্পের পাশাপাশি শহরের চারটি হাসপাতালে ২৪ ঘণ্টা ডেঙ্গি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বেলেঘাটা আইডি, এম আর বাঙুর, এসএসকেএম এবং স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে আজ থেকে ২৪ ঘণ্টা ডেঙ্গি পরীক্ষা করা হচ্ছে। বেসরকারি হাসপাতাল বা ল্যাবে যদি ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে তাহলে দ্রুত স্বাস্থ্য দফতর ও কলকাতা পুরসভাকে জানাতে হবে।

কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। হাওড়া পুর এলাকায় এখনও পর্যন্ত ৩৮২ জন ডেঙ্গিতে আক্রান্ত এবং মৃত্যু হয়েছে তিন জনের। কলকাতা ও হাওড়ার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ, দার্জিলিংয়ে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। কলকাতায় যে হারে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে তা এড়াতে আগামী বুধবার থেকে কলকাতা পুর এলাকার ওই ২৫টি ডেঙ্গিপ্রবণ ওয়ার্ডে ড্রোন ওড়ানো হবে। ড্রোনের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে জমা জল, জঙ্গল। বাস, ট্রাম ডিপো এখন মশাদের আঁতুড়ঘর। সেখানেও বিশেষ ব্যবস্থা নিতে চলেছে স্বাস্থ্য দফতর ও পুরসভা।

২০১৯ সাল বাদ দিয়ে বাকি বছরগুলির পরিসংখ্যানই বলে দিচ্ছে যে এ বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সুতরাং, পরিস্থিতি সামাল দিতে সব রকমের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হচ্ছে বলে জানিয়েছেন এক স্বাস্থ্য এক আধিকারিক।

কিন্তু এ বছর কেন ভয়াবহ ভাবে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা? বিশেষজ্ঞদের দাবি, কম বৃষ্টিপাতের কারণে ডেঙ্গির মশার প্রকোপ বেড়েছে। সাধারণত বৃষ্টি বেশি হলে বৃষ্টির জলে ডেঙ্গি, ম্যালেরিয়ার মশার লার্ভা‌ ধুয়ে চলে যায়। কিন্তু কম বৃষ্টিপাতের কারণে নানা খোলা জায়গা জল জমে থাকছে। চায়ের কাপ, ডাবের খোলা, নালা-নর্দমায় জল জমে থাকছে। তৈরি হচ্ছে আবর্জনার স্তূপ। এখানেই জন্ম নিচ্ছে ডেঙ্গির মশা।

ডেঙ্গি ভাইরাসের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মশার কামড় এড়িয়ে চলুন। ডেঙ্গির মশা স্থির ও পরিষ্কার জলে ডিম পারে, তাই বাড়ির আশেপাশে কোনও জায়গায় জল জমতে দেবেন না। মশারি ব্যবহার করুন। এছাড়া তিন দিনের বেশি জ্বর থাকলে দ্রুত ডেঙ্গি পরীক্ষা করিয়ে নিন।