Back pain: অসহ্য পিঠ-কোমরে ব্যাথাই কি বর্তমান কোভিডের লক্ষণ? যা বলছেন বিশেষজ্ঞরা
কোভিড থেকে সেরে ওঠার পর সিংহভাগই ব্যাক পেইনের সমস্যায় ভুগছেন। অর্থাৎ পিঠে, কোমরে অসহ্য ব্যথা। সকালে ঘুম থেকে উঠতে কষ্ট। এই সমস্যা কিন্তু থেকে যাচ্ছে ৬ মাস পর্যন্ত
সাধারণত সর্দি, কাশি, কফ, ক্লান্তি, পেশির ব্যথা এসবই হল কোভিডের ( Covid-19) উপসর্গ। তবে এবার যাঁরা ওমিক্রনে ( Omicron) আক্রান্ত হচ্ছেন তাঁদের অনেকের ক্ষেত্রেই কিন্তু তীব্র মাথা ব্যথা, ডায়ারিয়ার সমস্যা এসবও থাকছে। অনেকেই আক্রান্ত হওয়ার পর তলপেটে ব্যথা, পিঠে ব্যথার ( Back pain) মত সমস্যাতেও ভুগেছেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই ওমিক্রনের উপসর্গের সঙ্গে মিল রয়েছে ফ্লুয়ের উপসর্গের। যে কারণে অনেকেই ঠান্ডা লাগার সমস্যা ভেবে এড়িয়ে যাচ্ছেন। পরীক্ষার করাচ্ছেন না। আর যার ফলে বাড়ছে উপসর্গহীন আক্রান্তের সংখ্যাও।
তবে কোভিড বিশেষজ্ঞ, এশিয়ান ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, ফরিদাবাদের চিকিৎসক ডাঃ চারু দত্ত অরোরার মতে, ওবার কোভিডের সাধারণ লক্ষণ হল কোমরে ব্যথা। প্রচুর মানুষ কিন্তু এই সমস্যা নিয়ে এসেছেন। অনেকেই ভাবেন কোভিড ভাইরাস মূলত শ্বাসযন্ত্রে আক্রমণ করে। ফলে গলাব্যথা, ফুসফু,সে সংক্রমণ এমন সব উপসর্গই থাকে। তবে এবার ওমিক্রনের ক্ষেত্রে ৪২ শতাংশ এই শ্বাসযন্ত্রের সংক্রমণের শিকার। কিন্তু ৬৩ শতাংশের ক্ষেত্রেই মুখ্য হল পিঠে ব্যথা। একাধিক রোগী এই পিঠে ব্যথার সমস্যা নিয়ে এসেছেন। এছাড়াও শরীরের মূলত তিনটি অংশেই ব্যথা অনুভব করছেন ওমিক্রন আক্রান্তেরা। তা হল মাথা, পিঠের নীচের অংশ এবং পেশী। মূলত হাঁটুর চারপাশে বেশি ব্যথা থাকছে।
কেন কোভিড-১৯ এ সংক্রমিত হলে এই পিঠে ব্যথার মত সমস্যা থাকছে ?
এ বিষয়ে চিকিৎসক অরোরা জানান, শরীরে কোভিড-১৯ সংক্রমণ হলে সাইটোকাইনস নামের হরমোন নিঃসরণ হয়। যা প্রদাহ অনেকটাই বাড়িয়ে দেয়। সাইটোকাইনস E2 নামে পরিচিত এই হরমোন প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষরণ বাড়িয়ে দেয়। যে কারণে কিন্তু বেশি ব্যথা অনুভূত হয়।
আর তাই মাথাব্যতা বা তলপেটে ব্যথা হল ভাইরাস সংক্রমণের অন্যতম লক্ষণ। বলা যায় প্রধান লক্ষণগুলির মধ্যে একটি। কোভিডে সংক্রমিত হওয়ার প্রথম ৪-৫ দিন পর্যন্তই এই ব্যথা সবচেয়ে বেশি থাকে।
তবে কোভিড থেকে সেরে উঠলেও অনেকে এই পিঠের যথার সমস্যায় ভুগছেন। আবার অনেকের ক্ষেত্রে থাকছে কোমরের ব্যথাও। আর এই ব্যথা কিন্তু থেকে যাচ্ছে দীর্ঘদিন। কোভিড থেকে সেরে ওঠার প্রায় ৬ মাস পর্যন্ত এই ব্যথা ভোগাচ্ছে। যাঁরা এবার ওমিক্রনে আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে বেশিরভাগই কিন্তু সং কোভিডের সমস্যায় ভুগছেন। কোভিড থেকে সেরে ওঠার পর এই ব্যথা হল সাইটোকাইনের পার্শ্বপ্রতিক্রিয়া। সংক্রমণের সময় ভেতরে যে প্রদাহের সৃষ্টি হয় তাই চলতে থাকে বেশ কিছুদিন ধরে।
তবে এই পিঠে ব্যথার থেকে আরাম পেতে প্রথমেই যে খুব কঠিন কোনও ব্যায়াম শুরু করে দেবেন এমন কিন্তু নয়। ধীরে ধীরে শুরু করুন। কোভিডের পর শরীরের আভ্যন্তরীণ অনেক ক্ষত তৈরি হয়। আর তা মেরামতি হতেও কিন্তু সময় লাগে। ৩০ শতাংশ করে করে শরীরচর্চা বাড়ান। সঙ্গে শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামও কিন্তু আবশ্যক। এছাড়াও কিছু প্রয়োজনীয় রক্তপরীক্ষা করিয়ে নিতেও কিন্তু ভুলবেন না।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।