Mental Health: প্রায়ই মানসিক অবসাদে ভুগছেন? আপনার এই অবস্থার জন্য নীচের এই কারণগুলো দায়ী নয় তো?

দিনের পর দিন এমন কী মাসের পর মাস অবসাদগ্রস্ত মনে হচ্ছে? সেক্ষেত্রে নজর দিন মানসিক স্বাস্থ্যে। প্রথমেই এই নিয়মগুলি মেনে চলুন।

Mental Health: প্রায়ই মানসিক অবসাদে ভুগছেন? আপনার এই অবস্থার জন্য নীচের এই কারণগুলো দায়ী নয় তো?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2021 | 8:49 AM

কিছুই ভাল লাগছে না। জীবনটা যেন অন্ধকারাচ্ছন্ন লাগছে। এমনটা যদি অনুভব করে থাকেন, তাহলে জানিয়ে রাখি, আপনি একা নন। সাফল্যের শীর্ষে থাকা ব্যক্তিরও কখনও কখনও মন খারাপ হয়। কিন্তু সবসময়েই কি মনটা খারাপ লাগছে? দিনের পর দিন এমন কী মাসের পর মাস অবসাদগ্রস্ত মনে হচ্ছে? সেক্ষেত্রে নজর দিন মানসিক স্বাস্থ্যে। প্রথমেই এই নিয়মগুলি মেনে চলুন। উপকার না হলে অবশ্যই একজন মনোবিদের পরামর্শ নিন।

১) সোশ্যাল মিডিয়া বর্জন:

স্কুলে একসঙ্গে পড়া বন্ধুটি বিলাসবহুল গাড়ি কিনে ফেলল। সবাই চারিদিকে পাঁচ তারা রেস্তোরাঁয় ডিনার করছে। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই সাফল্য, আনন্দের নজির। নিউজ ফিড স্ক্রল করতে করতে নিজের সঙ্গে তাঁদের জীবনের তুলনা মনে আসতেই পারে। কিন্তু মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় সকলে শুধু তাঁদের জীবনের সুন্দর অংশটুকুই তুলে ধরেন। তার আড়ালে যে হতাশা, গ্লানি, ব্যর্থতা থাকে, তার একটুও প্রকাশ পায় না। এই ফোর্সড পজিটিভিটি দেখে নিজেকে কম সফল মনে হতেই পারে।

২) পছন্দের হবি খুঁজে নিন:

দিনের কিছুটা সময় রাখুন শুধুমাত্র নিজের জন্য। আপনি মন থেকে যেটা করতে চান, সেটাই করুন। সেই কাজ যাই হোক না কেন। রান্না, জিম, ছবি আঁকা, বাগান, গান, নাচ, গল্পের বই পড়া, সিনেমা দেখা- আপনার মন যা চায়, তাই করুন।

Mental Health Care

৩) যে কাজগুলি করলে মন খারাপ হয় তা এড়িয়ে চলুন:

দুঃখের সিনেমা দেখে মুড বিগড়ে যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় কোনও করুণ ছবি দেখার পর কিছু ভাল লাগছে না? এমনটা হলে এখন থেকে এই ধরনের জিনিসগুলি এড়িয়ে চলুন। কোনও নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার পর অবসাদ এলে তাঁকেও এড়িয়ে চলাই ভাল।

৪) খাওয়াদাওয়া ও শরীরচর্চায় মন দিন:

খাওয়াদাওয়া ও শরীরচর্চা কিন্তু মানসিক স্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বেশি বেশি জাঙ্কফুড খেলে তা পরোক্ষভাবে অবসাদের কারণ হতে পারে। অন্যদিকে শরীরচর্চা মানসিক স্বাস্থ্যের উন্নতি করার জন্য প্রমাণিত। তাই প্রতিদিন অন্তত ৩০ মিনিট শরীরচর্চা করুন। মেনে চলুন একটি সুষম, পুষ্টিকর খাদ্যাভ্যাস। মাঝে মাঝে জমিয়ে জাঙ্কফুডও খান। তবে মাসে ১-২ বারের বেশি নয়।

৫) কাজ ও বাড়ি আলাদা রাখুন:

প্রয়োজন না হলে অফিসের বাইরে কাজের কথা মাথাতেও আনবেন না। অফিস ও অফিসের বাইরের জগত আলাদা রাখুন। এতে স্ট্রেস কম হবে।

আরও পড়ুন: Weight Loss Alert: কীভাবে তরল ডায়েটের মধ্যে থাকা আপনার স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলছে সেই সম্বন্ধে বিস্তারিত জেনে নিন…

আরও পড়ুন: Health Tips: মাত্র ৩০ সেকেন্ডের সহজ পরীক্ষায় পাশ করলেই জানতে পারবেন আপনি পুরোপুরি সুস্থ কিনা!

আরও পড়ুন: Sinus Infection: শীতকালে সাইনাস ইনফেকশন এড়াতে কী কী বিষয়গুলি মাথায় রাখবেন, জানাচ্ছেন বিশেষজ্ঞরা