AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

COVID: গত ওয়েভে কোভিডে আক্রান্ত হয়েছেন? সাবধান! এই পার্শ্বপ্রতিক্রিয়া দেখলেই সতর্ক হন

Omicron Side Effects: যাঁরা কোভিডে আক্রান্ত হয়েছিলেন এবং নিয়মিত ভাবে ধূমপান, মদ্যপান করেন, ডায়াবিটিস বা অন্যান্য সমস্যা রয়েছে তাঁদের মধ্যে কিন্তু হৃদরোগের ঝুঁকি তুলনায় অনেকটাই বেশি

COVID: গত ওয়েভে কোভিডে আক্রান্ত হয়েছেন? সাবধান! এই পার্শ্বপ্রতিক্রিয়া দেখলেই সতর্ক হন
কোভিড পরবর্তী যে সব সমস্যায় ভুগছেন সকলে
| Edited By: | Updated on: Apr 27, 2022 | 11:34 PM
Share

Covid Side Effects: কোভিডের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তরঙ্গে প্রচুর মানুষ আক্রান্ত হয়েছেন। অনেকে কোভিড যুদ্ধে জয়ী হয়েছেন আবার প্রচুর মানুষ আর ফিরে আসেননি। তবে যাঁরা সেরে উঠেছেন তাঁদের সকলের মধ্যেই বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া ছিল। এমনকী যাঁরা ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন তাঁদের মধ্যেও সেই সব লক্ষণ ছিল। সম্প্রতি একটি গবেষণা প্রকাশ্যে এসেছে। আর সেখানেও বলা হয়েছে যাঁদের ক্ষেত্রে কোভিডের লক্ষণ মৃদু ছিল বা যাঁরা উপসর্গহীন ছিলেন পরবর্তীকালে তাঁরাও কিন্তু আক্রান্ত হতে পারেন হৃদরোগে। মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির গবেষণায় বলা হয়েছে, কোনও মানুষই কোভিড ঝুঁকির বাইরে নন।

এই সপ্তাহের শুরুতেই এক মার্কিন এপিডেমিওলজিস্ট ট্যুইট করে জানিয়েছেন, যাঁরা কোভিড থেকে সেরে উঠেছেন তাঁদের এক বছরের মধ্যে দেখা দিতে পারে হৃদরোগের সমস্যা। এছাড়াও অনিয়মিত হৃদস্পন্দন, রক্ত জমাট বেঁধে যাওয়া, বুকে ব্যথা, চাপ লাগা এসব নানা সমস্যা কিন্তু আসতে পারে। তুলনামূলক ভাবে যাঁদের রোগ-লক্ষণ মৃদু ছিল এবং শরীরে কোনও রকম অসুস্থতার চিহ্ন ছিল না তাঁরাও কিন্তু আক্রান্ত হতে পারেন হৃদরোগে। এমনকী যাঁদের রোগ-উপসর্গ তেমন জটিল ছিল না, হাসপাতালে ভর্তিরও কোনও প্রয়োজনীয়তা ছিল না তাঁরাও কিন্তু পরবর্তীতে আক্রান্ত হয়েছেন হৃদরোগের সমস্যায়।

যাঁরা কোভিডে আক্রান্ত হয়েছিলেন এবং নিয়মিত ভাবে ধূমপান, মদ্যপান করেন, ডায়াবিটিস বা অন্যান্য সমস্যা রয়েছে তাঁদের মধ্যে কিন্তু এই ঝুঁকি তুলনায় অনেকটাই বেশি। শরীরে যদি আগে থেকে কোনও সমস্যা থেকে থাকে তাহলে কোভিড থেকে সেরে ওঠার পর তা ফের মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এমনকী বুঝে ওঠার কোনও রম সুযোগ না দিয়েই পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যেতে পারে। গবেষকরা দেখেছেন, যাঁদের কোনও দিন হার্টের সমস্যা ছিল না, বিএমআই কম, কোনও দিন হার্টের কোনও সমস্যা ছিল না, মোটা নন, ধূমপান করেন না, কিডনির সমস্যা বা সুগার নেই তাঁদের মধ্যেও কিন্তু দেখা দিয়েছে হার্টের সমস্যা। এবং কোনও সময় তা গুরুতর আকারও ধারণ করেছে। যাঁদের কোভিড হয়েছে, কোনও না কোনও ভাবে সকলেরই হার্টের সমস্যা এসেছে- তা কিন্তু প্রমাণিত।

এমনও অনেকেই আছেন, যাঁদের কোভিড থেকে সেরে ওঠার পর স্ট্রোকের সম্মুখীন হয়েছেন। কোভিড পরবর্তী কালে রক্ত জমাট বাধার মত ঘটনা অনেকের ক্ষেত্রেই দেখা গিয়েছে। আর রক্ত জমাট বেঁধে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফুসফুস ও পায়ের। যেখান থেকে হার্ট অ্যার্টাক ও হার্ট ফেলিওয়ের ঝুঁকি বেড়েছে। কোভিড পরবর্তী এই ঝুঁকি তুলনায় ছেলেদের মধ্যে অনেকটাই বেশি। মেয়েদের মধ্যে এই সমস্যা কম। তবে কোভিড পরবর্তী সময়ে সকলের মধ্যেই এসেছে স্বাস্থ্য জটিলতা।

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

আরও পড়ুন: Side Effects Of Plastic Water Bottles: প্লাস্টিকের বোতলে জল খান, গরমের দিনে কতটা ভুল করছেন?