Diabetes: ডায়াবেটিসে ভুগছেন? পুজোয় পেডিকিওর করানোর আগে দশবার ভাবুন
Pedicure: চিকিৎসকদের মতে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগলে বা রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত থাকলে, রক্ত সঞ্চালন ব্যাহত হতে থাকে। পাশাপাশি ডায়াবেটিসে সবচেয়ে বেশি প্রভাব পড়ে পায়ের উপর। পায়ের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থায় পেডিকিওর করালে আপনারই ক্ষতি।

কয়েকদিন আগে টানা বৃষ্টি হচ্ছিল। আবার এখন শরতের কড়া রোদ। কাদা, ধুলোবালির সঙ্গে ট্যান পড়ে পায়ের বেহাল দশা। কিন্তু সামনেই যে পুজো। তার আগে পায়ের পরিচর্যা করতেই হবে। পায়ের নখেও সুন্দর নেলপলিশ পরবেন। তাছাড়া পায়ের মরা চামড়া ও ট্যান তোলার জন্য পেডিকিওর করাতেই হবে। পেডিকিওর করালে পায়ের মৃত কোষ পরিষ্কার হয়ে যায়। পাশাপাশি পায়ের দাগছোপও কমে। কিন্তু আপনি যদি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন, তাহলে পেডিকিওর থেকে দশ হাত দূরে থাকুন।
চিকিৎসকদের মতে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগলে বা রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত থাকলে, রক্ত সঞ্চালন ব্যাহত হতে থাকে। পাশাপাশি ডায়াবেটিসে সবচেয়ে বেশি প্রভাব পড়ে পায়ের উপর। পায়ের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। একে ডাক্তারি ভাষায় ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে। এই অবস্থায় পেডিকিওর করালে আপনারই ক্ষতি। তাছাড়া ডায়াবেটিসে পায়ের সংক্রমণ খুব সাধারণ উপসর্গ।
ডায়াবেটিস পায়ের স্নায়ু স্পর্শকাতর হয়ে থাকে। এই অবস্থায় পায়ে সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। পেডিকিওর করার সময় পায়ে ম্যাসাজ করা জরুরি। এই ধাপে যদি একটু উনিশ-বিশ হয়, তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে। এছাড়া ডায়াবেটিসে স্নায়ুর ক্ষতি হয়। তার উপর যদি পায়ের উপর চাপ পড়ে, তাহলে আরও অনুভূতি কমে যেতে পারে। অর্থাৎ, পায়ের চোট লাগলে, তা বোঝার ক্ষমতা হারাবেন।
পেডিকিওরে পায়ের পাশাপাশি পায়ের নখেরও পরিচর্যা করা হয়। নখের কোণে জমে থাকা ময়লা পরিষ্কার করা হয় পেডিকিওরের মাধ্যমে। এই সময় যদি নখের কোণে কোনও ক্ষত তৈরি হয় বা নখে আঘাত লাগে, এর থেকে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। ডায়াবেটিস থাকলে এবং পায়ের নখে আঘাত লাগলে, সেখান থেকে সংক্রমণ বাড়তে পারে। এমনকী পেডিকিওরে নখ কাটা হয়। নখ কাটার সময় যদি ছোট ক্ষত তৈরি হয়, এর জন্যও আপনাকে বড় মাশুল গুনতে হতে পারে। পেডিকিওর করার সময় যদি ছোটখাটো আঘাত লাগে বা কোনও ক্ষত তৈরি হয়, সেখান থেকে মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই ডায়াবেটিস থাকলে চিকিৎসকের পরামর্শ না নিলে পেডিকিওর করাবেন না।





