World No Tobacco Day 2021: কোভিডে মৃত্যুর ৫০ শতাংশ ঝুঁকি বেশি ধূমপায়ীদের! জানাচ্ছে WHO

ধূমপায়ীদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে বেশি। আশঙ্কা থাকে হার্টের রোগ ও করোনা থেকে হওয়া ফুসফসের রোগ হওয়ারও।

World No Tobacco Day 2021: কোভিডে মৃত্যুর ৫০ শতাংশ ঝুঁকি বেশি ধূমপায়ীদের! জানাচ্ছে WHO
কোভিডের মারাত্মক উপসর্গ আক্রান্ত হচ্ছেন ধূমপায়ীরা
Follow Us:
| Updated on: May 31, 2021 | 3:48 PM

ধূমপায়ীরা রয়েছেন মারাত্মক ঝুঁকিতে। কোভিড হলে ভয়াবহ রকমের উপসর্গে ভোগার ও মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে তাঁদের! ধূমপান করেন না এমন মানুষের তুলনায় এই আশঙ্কা তাদের ক্ষেত্রে ৫০ শতাংশ বেশি!

সম্প্রতি দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গ্যানাইজেশন (WHO)-এর ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেয়েসাস জানিয়েছেন একথা। ধূমপান ত্যাগের শপথ শীর্ষক প্রচারের বক্তব্যে এমন কথাই বলেছেন হু-এর ডিরেক্টর জেনারেল। তিনি আরও জানান, ধূমপায়ীদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে বেশি। আশঙ্কা থাকে হার্টের রোগ ও করোনা থেকে হওয়া ফুসফসের রোগ হওয়ারও। এখানেই শেষ নয়। হাত থেকে মুখে ভাইরাস বাহিত হওয়ার ক্ষেত্রেও ধূমপানের অভ্যেস অনুঘটকের কাজ করছে!

আরও পড়ুন: World No Tobacco Day 2021: পাকাপাকি ভাবে ধূমপানকে বিদায় জানাবেন কীভাবে? রইল কিছু পরামর্শ

সুতরাং বিনাশর্তে ধূমপান ছেড়ে দেওয়াই হল একমাত্র সমাধান। টেড্রস ধূমপান ত্যাগের এই প্রচারে প্রত্যেক দেশকেই আহ্বান করেছেন তাঁর প্রচারে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন’কে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হল হু-এর পক্ষ থেকে। ২০১৯ সালে ই-সিগারেট এবং হিটেড টোব্যাকো প্রোডাক্টের উপর নিষেধাজ্ঞা আরোপে জন্যই এই সম্মান পেলেন তিনি।

আরও পড়ুন: ঠোঁটের ভাঁজে সুখটানেই মারণ হুমকি! ক্যানসার ছাড়ুন, আরও বড় বিপদ অপেক্ষা করছে আপনার জন্য