Breast Cancer: সামান্য একটা ফুসকুড়ি থেকে স্তন ক্যানসার! চব্বিশ বছরের এই তরুণীর সঙ্গে যা হল জানলে চমকে যাবেন…
Breast Cancer Symptoms: বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুসারে ২০০৮ সালের পর থেকে বিশ্বব্যাপী স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশেরও বেশি
ক্রমেই বিশ্বজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে স্তন ক্যানসার। সাধারণ ক্যানসার হিসেবে তা ছাড়িয়ে গিয়েছে ফুসফুসের ক্যানসারকেও। ২০২০ সালের একটি সমীক্ষার নিরিখে বিশ্বব্যাপী প্রায় ২২ লক্ষ মহিলা ভুগছেন ব্রেস্ট ক্যানসারে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লক্ষ ৮৫ হাজার মহিলার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুসারে ২০০৮ সালের পর থেকে বিশ্বব্যাপী স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশেরও বেশি। সম্প্রতি আমেরিকার ২৪ বছরের তরুণী হ্যারিসন যা বললেন তা শুনলে আবাক হবেন আপনিও। হ্যারিসন জানান, বেশ কয়েকদিন ধরে দেখছিলাম আমার বুকের উপর একটা ফুসকুড়ি হয়েছে। প্রথমে সাধারণ চুলকুনি ভেবে তিনি চুলকেও ফেলেছিলেন। কিন্তু দিনের পর দিন সেই ফুসকুড়ি বেড়েই চলল। রংও পরিবর্তিত। এরপর তিনি অপেক্ষা না করেই চিকিৎসকের কাছে যান। বেশ কিছু পরীক্ষায় পর ডাক্তার সেটি ক্যানসার বলে সন্দেহ করেন এবং ওই তরুণীকে বায়োপসি সহ- বেশ কিছু পরীক্ষা করাতে দেন। বায়োপসি রিপোর্ট আসার পর দেখা গেল চিকিৎসকের আশঙ্কাই সত্যি। ওই তরুণী ভুগছেন স্তন ক্যানসারে। বায়োপসি রিপোর্টে লেখা ছিল স্টেজ-২ ট্রিপল নেগেটিভ স্তন ক্যানসার। অর্থাৎ যা সাধারণত কোষেই বৃদ্ধি পায় এবং লিম্ফ নোডগুলিই ছড়িয়ে পড়ে। তবে শরীরের সর্বত্র এই ক্যানসার ছড়িয়ে পড়ে না। ৪৫ বছরের কম বয়সীদের মধ্যে মাত্র ৯ %-এর ক্ষেত্রে এরকম ক্যানসার দেখা যায়।
হ্যারিসনের কেমোথেরাপি শুরু হওয়ার আগে টিউমারটি কেটে বাদ দেওয়া হয়। সেই সঙ্গে তার ডিম্বানুও সংরক্ষণ করে রাখেন চিকিৎসকেরা। কারণ অধিকাংশ ক্ষেত্রে স্তন ক্যানসার এবং কেমোথেরাপির পর মহিলাদের সন্তান ধারণের ক্ষমতা কমে যায়। তবে হ্যারিসন এ বিষয়ে সব মহিলাকেই সতর্ক থাকতে বলেছেন। কোনও ভাবেই যাতে কেউ এই উপসর্গগুলো এড়িয়ে না যান সে ব্যাপারে সতর্ক করেছেন বার বার। প্রতিটি মহিলারই উচিত তাঁদের স্তনের উপর নিয়মিত নজর রাখা। এক্ষেত্রে স্ব-পরীক্ষা সবথেকে জরুরি। অর্থাৎ নিজের স্তন নিজেকেই পরীক্ষা করে দেখতে হবে। মাসে অন্তত একবার এই পরীক্ষা করতেই হবে। কোনও রকম অস্বাভাবিক কোনও কিছু নজরে এলে প্রথমেই চিকিৎসকের কাছে যান। প্রয়োজনীয় কিছু পরীক্ষা করাতেও কিন্তু ভুলবেন না। এতেই সবচেয়ে তাড়াতাড়ি স্তন ক্যানসার ধরা পড়ে। তবে পিরিয়ডস চলাকালীন স্তনের কোনও রকম পরীক্ষা করবেন না। কারণ এই সময় স্তন এমনিই নরম আর স্ফীত থাকে। সঙ্গে থাকে ব্যথাও। যা খুবই সাধারণ।
স্তন ক্যানসারের লক্ষণ
স্তনের যে কোনও স্থানে ব্যথা স্তনবৃন্তে লাল ভাব স্তনের সামনে থেকে চামড়া ওঠা স্তনবৃন্ত থেকে রক্ত বা অন্য কোনও রকম তরল নিঃসৃত হলে স্তন, বুকের উপরের অংশ বা কলার বোনে যদি কোনও মাংস পিণ্ড দেখা যায়য়
স্তন ক্যানসারেরও চারটি পর্যায় রয়েছে। ৫০ শতাংশেরও বেশি মানুষ ভুগছেন এই স্তন ক্যানসারে। ভারতে স্তন ক্যানসারে ভোগা বেশিরভাগেরই তা ধরা পড়ে তৃতীয় বা চতুর্য স্টেজে। আমেরিকায় ৬০ শতাংশ মহিলাই আক্রান্ত স্তন ক্যানসারে। তবে সচেতনতা ছাড়া এই রোগকে ঠেকানোর আর কোনও উপায় নেই।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।